ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

উত্তেজনার মধ্যেই সফল পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের দাবি পাকিস্তানের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৭:২৭, ৪ মে ২০২৫; আপডেট: ০৮:২৮, ৪ মে ২০২৫

উত্তেজনার মধ্যেই সফল পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপনের দাবি পাকিস্তানের

এবার ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপনের সফলতার কথা জানালো পাকিস্তান। ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপন ছিলো সিন্ধু মহড়ার একটি অংশ। এমনটি জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এদিকে চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তানের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে নয়া দিল্লি। 

ভূমি থেকে ভূমিতে ৪৫০ কিলোমিটার দূরপাল্লার বস্তুতে আঘাত হানতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। পাকিস্তান সেনাবাহিনীর মিলিটারি মিডিয়া উইং এর বরাত দিয়ে এই খবর জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম। পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানিয়েছে, সেনা সদস্যদের কার্যকর প্রশিক্ষণ নিশ্চিত করা এবং কারিগরি সক্ষমতা যাচাইয়ের উদ্দেশে ক্ষেপণাস্ত্র আদবালি উৎক্ষেপন করা হয়। 

এর আগে পাকিস্তানি শীর্ষ সেনা কর্মকর্তারা জাতীগ নিরাপত্তা নিয়ে আলোচনা করে। আইএসপিআর বিজ্ঞপ্তিতে জানায় যুদ্ধ চাপিয়ে দেওয়ার যেকোনো চেষ্টার কঠোর জবাব দেয়া হবে। এছাড়া পাকিস্তান সেনাবাহিনী দাবি করে, পরিস্থিতি অস্থিতিশীল করছে ভারত।

সূত্র: https://www.youtube.com/watch?
 

মুমু

×