
ছবি: সংগৃহীত
দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধরনের পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, আন্তর্জাতিক বাজার ও স্থানীয় পর্যায়ে তেজাবি সোনার দাম কমার প্রেক্ষিতে ২২ ক্যারেটের সোনার ভরিতে ৩,৫৭০ টাকা কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাজুসের ৩ মে (শনিবার) সন্ধ্যায় প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ৪ মে (রোববার) থেকে কার্যকর হবে নতুন দর।
মান পুরোনো দাম (২৩ এপ্রিল) নতুন দাম (৪ মে থেকে) হ্রাস
২২ ক্যারেট ১,৭২,৫৪৬ টাকা ১,৬৮,৯৭৬ টাকা ৩,৫৭০ টাকা ↓
২১ ক্যারেট - ১,৬১,৩০১ টাকা -
১৮ ক্যারেট - ১,৩৮,২৫৩ টাকা -
সনাতন পদ্ধতি - ১,১৪,২৯৬ টাকা -
বাজুস বিজ্ঞপ্তিতে জানিয়েছে, “স্থানীয় বাজারে পিওর গোল্ড বা তেজাবি সোনার দাম হ্রাস পেয়েছে। সেই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সাথে সামঞ্জস্য রেখে ও বাজার স্থিতিশীল রাখতে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।”
এর আগে, ২৩ এপ্রিল ২২ ক্যারেট সোনার ভরিতে ৫,৩৪২ টাকা হ্রাস করে সেটি ১ লাখ ৭২ হাজার ৫৪৬ টাকায় নির্ধারণ করা হয়। তারও আগে একাধিকবার দাম বৃদ্ধি পেয়েছিল, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য স্পর্শ করে।
ফারুক