ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

পেহেলগাম হামলা

পাকিস্তানের গুলিবর্ষণে কাঁপলো এলওসি: ভারতের ৮ স্থানে যুদ্ধবিরতির নজিরবিহীন লঙ্ঘন

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১২:০৩, ৪ মে ২০২৫; আপডেট: ১৩:০২, ৪ মে ২০২৫

পাকিস্তানের গুলিবর্ষণে কাঁপলো এলওসি: ভারতের ৮ স্থানে যুদ্ধবিরতির নজিরবিহীন লঙ্ঘন

জম্মু ও কাশ্মীরের লাইন অব কন্ট্রোলে (LoC) আবারও উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। শনিবার ও রবিবার মধ্যরাতে পাকিস্তান সেনাবাহিনী বিনা উসকানিতে ভারতের বিপরীত ৮টি এলাকায় ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। ভারতীয় সেনাবাহিনী পাল্টা জবাব দিয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়।

যেসব এলাকায় গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে তার মধ্যে রয়েছে—কুপওয়ারা, বারামুল্লা, পুঞ্চ, রাজৌরি, মেন্ধার, নওশেরা, সুন্দরবনি এবং আখনূর। এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, "মে ৩ ও ৪ তারিখের রাতের মধ্যে পাকিস্তান সেনাবাহিনী এই গুলিবর্ষণ করে। ভারতীয় সেনাবাহিনী তৎক্ষণাৎ ও সুনির্দিষ্ট জবাব দিয়েছে।"

২০২১ সালের ২৫ ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘর্ষবিরতি চুক্তি পুনরায় কার্যকর হওয়ার পর এমন সংঘর্ষবিরতি লঙ্ঘন খুবই কম দেখা গেছে। কিন্তু গত ২২ এপ্রিল পাহালগামে প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর থেকেই উপত্যকায় উত্তেজনা বাড়তে থাকে।

তবে সাম্প্রতিক এই গুলিবর্ষণকে পেহেলগাম হামলার পর সবচেয়ে বড় সংঘর্ষবিরতি লঙ্ঘন হিসেবে দেখা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা আতঙ্কে পড়ে ইতোমধ্যে তাদের ব্যক্তিগত ও কমিউনিটি বাঙ্কার পরিষ্কার করে বসবাসযোগ্য করে তোলার চেষ্টা করছেন।

জানা গেছে, পাকিস্তানের তরফে প্রথমে কাশ্মীরের কুপওয়ারা ও বারামুল্লায় গুলিবর্ষণ শুরু হয়। পরে তা পুঞ্চ, রাজৌরি এবং জম্মুর আখনূর ও পারগওয়াল সেক্টর পর্যন্ত ছড়িয়ে পড়ে।

যদিও সম্প্রতি ভারত ও পাকিস্তানের সামরিক প্রধানদের হটলাইন সংলাপে এই বিষয়ে আলোচনা হয়েছিল, ভারত তখন পাকিস্তানকে স্পষ্ট সতর্ক বার্তা দিয়েছিল বলেও জানা গেছে।

মুমু

আরো পড়ুন  

×