
ছবি: সংগৃহীত
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির সম্প্রতি সামাজিক মাধ্যমে ছড়ানো একটি ভুয়া বক্তব্যকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছেন, যেখানে দাবি করা হয়েছিল তিনি পেহেলগাম হামলার জন্য নিজের দেশকে দায়ী করেছেন।
সামাজিক মাধ্যমের অ্যাকাউন্টে হানিয়া আমিরের নামে এমন একটি ভুয়া বক্তব্য ছড়ানো হয়, যা পরে ব্যাপকভাবে ভাইরাল হয়। এতে দেখা যায়, তিনি নাকি পাকিস্তানকেই ওই ঘটনার জন্য দায়ী করেছেন।
বিষয়টি নজরে আসার পর হানিয়া আমির স্পষ্টভাবে বিষয়টি অস্বীকার করে বলেন, “সম্প্রতি আমার নামে একটি ভুয়া বক্তব্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। আমি সরাসরি জানাতে চাই—এই বক্তব্য আমি দিইনি এবং এতে যেসব কথা বলা হয়েছে, তা আমার বিশ্বাস বা অবস্থানকে কোনোভাবেই প্রকাশ করে না। এটি সম্পূর্ণ মিথ্যা এবং আমার পরিচয় ও মতাদর্শকে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।”
হানিয়া হামলায় নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেন এবং শোক ও ক্ষোভের এই সময়ে সবাইকে সহমর্মিতা ও সংযম দেখানোর আহ্বান জানান।
সূত্র: https://dunyanews.tv/en/FakeNews/882021-hania-aamir-dismisses-totally-fake-statement-in-her-name-regarding-pah
আবীর