
ছবি: সংগৃহীত
ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থাস জানিয়েছে, তারা সমুদ্রপথে চালিত ড্রোন থেকে মিসাইল নিক্ষেপ করে রাশিয়ার একটি Su-30 যুদ্ধবিমান ধ্বংস করেছে। সংস্থাটির দাবি, এটি বিশ্বের প্রথম ঘটনা যেখানে একটি সমুদ্রভিত্তিক ড্রোন দিয়ে যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করা হয়েছে।
শনিবার সামাজিক মাধ্যমে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, ইউক্রেনের সামরিক গোয়েন্দা ইউনিট ‘গ্রুপ ১৩’ শুক্রবার রাশিয়ার ব্ল্যাক সি উপকূলবর্তী গুরুত্বপূর্ণ বন্দরনগরী নোভোরোসিস্কের কাছাকাছি এলাকায় এই বিমানটি গুলি করে ভূপাতিত করে।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে মন্ত্রণালয়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত রুশ ব্লগার 'রিবার' টেলিগ্রামে বলেন, বিমানটি সত্যিই গুলি করে নামানো হয়েছে এবং "পাইলটরা প্যারাসুটে নামার পর সাধারণ নাবিকেরা তাদের উদ্ধার করে।"
এদিকে, নোভোরোসিস্ক শহরের মেয়র শনিবার জরুরি অবস্থা ঘোষণা করেছেন। কারণ স্থানীয় কর্তৃপক্ষ জানায়, ইউক্রেনের ড্রোন হামলায় একটি শস্য সংগ্রহ কেন্দ্র ও বেশ কয়েকটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এতে অন্তত পাঁচজন আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যে তিন দিনের যুদ্ধবিরতির ঘোষণা দিয়েছেন, তা নিছক ‘নাটক’। তবে ইউক্রেন একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে প্রস্তুত রয়েছে বলে জানান তিনি।
শুক্রবার তিনি বলেন, "দুই-তিন দিনের মধ্যে যুদ্ধ শেষ করার মতো কোনো বাস্তব পরিকল্পনা গড়ে তোলা সম্ভব নয়। এটা শুধু একটা নাটকীয় প্রদর্শনী।" তার এই বক্তব্য শনিবার প্রকাশ করা হয়।
মস্কোর দাবি, ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয় দিবসের উদযাপন উপলক্ষে এই যুদ্ধবিরতির উদ্দেশ্য হচ্ছে ইউক্রেনের ‘শান্তির প্রতি সদিচ্ছা’ যাচাই করা।
এদিকে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভ হুঁশিয়ারি দিয়ে বলেন, ৯ মে মস্কোতে হামলা হলে ইউক্রেন ১০ মে পর্যন্ত টিকবে কি না, তার কোনো নিশ্চয়তা নেই।
জেলেনস্কি বলেন, "আমরা কোনো নাটক করবো না, যাতে পুতিন ৯ মে-তে নিজেকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরতে পারে।" তবে ক্রেমলিন কিয়েভ ও ওয়াশিংটনের প্রস্তাবিত ৩০ দিনের নিঃশর্ত যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে।
সূত্র: https://www.theguardian.com/world/2025/may/04/ukraine-war-briefing-maritime-drone-shoots-down-russian-fighter-jet-for-first-time-says-kyiv
আবীর