ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া যাচ্ছেন নাৎসি বাহিনী পতন দিবসের আয়োজনে

প্রকাশিত: ১৯:৫২, ৪ মে ২০২৫; আপডেট: ১৯:৫২, ৪ মে ২০২৫

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়া যাচ্ছেন নাৎসি বাহিনী পতন দিবসের আয়োজনে

দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির পতনের ৮০তম বার্ষিকী উপলক্ষে রাশিয়া সফরে যাচ্ছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। রাশিয়ায় আগামী ৭ মে থেকে শুরু হওয়া চার দিনের এই আনুষ্ঠানিক সফরে শি, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে একান্ত বৈঠকে বসবেন। এই সভায় দুদেশের কৌশলগত সম্পর্ক আরও দৃঢ় করার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিতে স্বাক্ষর করা হবে।

ক্রেমলিনের এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে দুই দেশের সামগ্রিক ও কৌশলগত অংশীদারিত্ব এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয়গুলো নিয়ে আলোচনা হবে।

এদিকে, ১৯৪৫ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি বাহিনীর বিরুদ্ধে সোভিয়েত বাহিনীর বিজয়ের পর মস্কোতে একটি লাল পতাকা উত্তোলন করে সোভিয়েত ইউনিয়নের অবদান স্মরণ করা হয়। এবার ৮০ বছর পর ওই বিজয়ের উদযাপনে অংশ নিতে মস্কো সফর করবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং, ব্রাজিল ও সার্বিয়ার প্রেসিডেন্ট এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রীও।

রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, মে মাসের ৯ তারিখে অনুষ্ঠেয় বিজয় দিবসের আয়োজনে ইউক্রেনের সঙ্গে তিনদিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, অন্তত ৩০ দিনের যুদ্ধবিরতি হলে তিনি প্রস্তাব বিবেচনা করবেন। তবে পুতিন আগেও তাঁর প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন, কারণ তিনি চান দীর্ঘমেয়াদি শান্তি।

এছাড়া, জেলেনস্কি কিছুটা হুমকির সুরে বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ চলমান থাকায় ৯ মে অনুষ্ঠানে মস্কো সফরে আসা বিদেশি অতিথিদের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন হতে পারে।

 

রাজু

×