
ইরানের বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের রেশ কাটতে না কাটতেই আবারও বিস্ফোরণে কেঁপে উঠেছে দেশটি। রোববার (৪ মে) ইরানের মাশহাদ শহরের একটি বিশাল মোটরসাইকেল ও টায়ার ফ্যাক্টরিতে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠে, যা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ছবি ও ভিডিওতে দেখা গেছে। ভিডিওতে দেখা যাচ্ছে, আকাশের এক বিরাট অংশ ধোঁয়ার কুণ্ডলিতে ছেয়ে গেছে।
এখন পর্যন্ত কীভাবে বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, তা সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। সংবাদমাধ্যম আলবাওয়াবা জানিয়েছে, এ বিষয়ে তদন্ত চলছে।
গত ২৬ এপ্রিল ইরানের বন্দরনগরী বন্দর আব্বাসে বিস্ফোরণের ঘটনা ঘটে, যেখানে অন্তত ৭০ জনের মৃত্যু হয়েছে এবং পাঁচশর বেশি মানুষ আহত হয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট জানায়, একটি শিপিং কনটেইনারে থাকা রাসায়নিক থেকে আগুনের সূত্রপাত হয়, যা পরবর্তীতে বিস্ফোরণের কারণ হয়ে দাঁড়ায়। ঘটনাস্থলের ছবি এবং বিশেষজ্ঞরা নিশ্চিত করেছেন যে, রাসায়নিক উপাদানই এই ভয়াবহ বিস্ফোরণের জন্য দায়ী।
এদিকে, দখলদার ইসরায়েলের সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল জানায়, মাশহাদ ছাড়াও ইরানের কওম শহরে আরও একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়েছে।
এছাড়া, গত একদিন আগে একটি ইসরায়েলি ওয়েবসাইটে জানানো হয়, ইরানের কারাজ শহরের একটি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, যা নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে।
রাজু