ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন, দ্রুত ও কম জটিলতায় মিলবে ভিসা

প্রকাশিত: ০৩:১৮, ৫ মে ২০২৫; আপডেট: ০৩:১৮, ৫ মে ২০২৫

বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন, দ্রুত ও কম জটিলতায় মিলবে ভিসা

ছবিঃ সংগৃহীত

আওয়ামী সরকারের পতনের পর ঢাকা-দিল্লির কূটনৈতিক সম্পর্কের অবনতি চরমে পৌঁছেছে। বাংলাদেশিদের জন্য জটিল করা হয়েছে ভারতীয় ভিসা প্রক্রিয়া। ঠিক এমন সময় বন্ধুত্বের হাত বাড়ালো চীন। বাংলাদেশিদের জন্য চিকিৎসা ভিসা আরও সহজ করেছে দেশটি।

ঢাকাস্থ চীনা দূতাবাস জানিয়েছে, চীনে চিকিৎসা নিতে আগ্রহী বাংলাদেশি নাগরিকদের জন্য 'চিকিৎসা ভিসা' প্রক্রিয়া সহজতর করা হয়েছে। চালু করা হয়েছে ‘গ্রিন চ্যানেল’ নামে একটি বিশেষ সুবিধা, যার মাধ্যমে দ্রুত ও কম জটিলতায় ভিসা পাওয়া যাবে।

রোববার, ৪ মে দূতাবাসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়—বাংলাদেশ ও চীনের মধ্যে স্বাস্থ্যখাতে সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। গত মার্চে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের চীন সফরের সময় এই বিষয়ে আলোচনা হয় এবং পরে সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়াও, বাংলাদেশ-চীন কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে চীন একটি ১০০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল উপহার দিয়েছে।

নতুন ব্যবস্থায় আবেদনকারীদের আর বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদিত সনদপত্র জমা দিতে হবে না। এখন থেকে অনুমোদিত ট্রাভেল এজেন্সিগুলো আবেদনকারীর পক্ষে প্রয়োজনীয় ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্কের গ্যারান্টিপত্র ইস্যু করতে পারবে, যা পুরো প্রক্রিয়াকে আরও সহজ করবে।

ভিসা আবেদন জমা দেওয়া মাত্রই তা অগ্রাধিকার ভিত্তিতে পর্যালোচনা করা হবে। ভিসা সেন্টারে চালু করা হয়েছে একটি বিশেষ কাউন্টার, যেখানে আবেদনকারীরা দীর্ঘ অপেক্ষা ছাড়াই কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি রোগীদের জন্য একদিনে ভিসা প্রদানের ব্যবস্থাও রাখা হয়েছে।

দূতাবাস আরও জানায়, যেসব আবেদনকারীর সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, তাদের দ্রুত সেবা দিতে বিশেষ সুবিধা দেওয়া হবে। শারীরিকভাবে উপস্থিত হওয়া সম্ভব না হলে, ট্রাভেল এজেন্সির গ্যারান্টিপত্রের ভিত্তিতে অনলাইনে সাক্ষাৎকার দেওয়ার সুযোগ থাকবে।

চিকিৎসা ভিসা সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য চালু করা হয়েছে একটি হটলাইন ও হোয়াটসঅ্যাপ নম্বর। এছাড়াও সরাসরি যোগাযোগ করা যাবে বনানীর প্রসাদ ট্রেড সেন্টারের তৃতীয় তলায় অবস্থিত ভিসা আবেদন সেবা কেন্দ্রে।

সূত্রঃ https://youtu.be/Fs18U0DZSlk?si=JoTvUntAujQsve6w

ইমরান

×