ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ভারত ইস্যুতে জাতিসংঘে যাবে পাকিস্তান

প্রকাশিত: ০৮:৩৮, ৫ মে ২০২৫

ভারত ইস্যুতে জাতিসংঘে যাবে পাকিস্তান

ছবি : সংগৃহীত

চেনাব নদীর পানি বণ্টন ও সাম্প্রতিক উত্তেজনা নিয়ে ভারত বিরোধী অবস্থান আরও জোরালো করছে পাকিস্তান। বিষয়টি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে অবহিত করার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ।

 

 

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এক বিবৃতিতে জানিয়েছেন, দিল্লির "আগ্রাসী কর্মকাণ্ড ও উস্কানিমূলক আচরণ" কিভাবে আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে, তা নিরাপত্তা পরিষদে তুলে ধরা হবে। এজন্য জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতেখারকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।

 

 

অন্যদিকে, ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ফের কঠোর বক্তব্য দিয়েছেন। রোববার এক ভাষণে তিনি বলেন, “শত্রুকে সমুচিত জবাব দিতে আমরা প্রস্তুত।” পেহেলগাম হামলা প্রসঙ্গে তিনি আরও জানান, “দেশবাসীর প্রত্যাশা অনুযায়ী পদক্ষেপ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।”

 

 

দুই দেশের মধ্যে বারবার উত্তেজনার মাত্রা বেড়ে যাওয়ায় আন্তর্জাতিক পর্যায়ে উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে পানি বণ্টনের মতো স্পর্শকাতর ইস্যুতে বিরোধ জাতিসংঘে পৌঁছানোর ঘোষণায় বিষয়টি নতুন মাত্রা পেয়েছে।
 

আঁখি

আরো পড়ুন  

×