ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ইসরায়েলের কথা ৫ বছরের জন্য মানতে রাজি হামাস

প্রকাশিত: ২০:২২, ৪ মে ২০২৫

ইসরায়েলের কথা ৫ বছরের জন্য মানতে রাজি হামাস

ছবি: সংগৃহীত

হামাস শুক্রবার ঘোষণা করেছে, তারা ইসরায়েলকে একটি পূর্ণাঙ্গ পাঁচ বছরের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল, যার মধ্যে ছিল—সব বন্দির বিনিময়ে ফিলিস্তিনি বন্দিদের মুক্তি, গাজা থেকে ইসরায়েলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং অবরোধ তুলে নেওয়ার আহ্বান। তবে দলটির অভিযোগ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে।

হামাসের জ্যেষ্ঠ নেতা আবদেল রহমান শাদিদ প্রস্তাবটিকে “গভীর ও দায়িত্বশীল দৃষ্টিভঙ্গি” হিসেবে উল্লেখ করে জানান, এতে অবিলম্বে ও স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ, গাজায় বাধাহীন মানবিক সহায়তা ও পুনর্গঠন কার্যক্রম চালানো এবং গাজা শাসনের জন্য একটি স্বাধীন প্রশাসনিক কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

শাদিদ আরও বলেন, “চরমপন্থী নেতানিয়াহু সরকার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে, কারণ তারা বিষয়গুলো খণ্ড খণ্ড করতে চায় এবং যুদ্ধ বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ নয় — এমনকি গাজায় আটক ইসরায়েলি বন্দিদের মুক্তির বিনিময়েও না।”

হামাস দাবি করেছে, তারা মধ্যস্থতাকারীদের সঙ্গে গঠনমূলক আলোচনায় অংশ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছে, তবে শর্ত ছিল—যে কোনো চুক্তিতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে হবে।

এছাড়াও, হামাস যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্রদের “গণহত্যা, নিধনযজ্ঞ ও ক্ষুধা-অস্ত্র ব্যবহারের” মাধ্যমে গাজায় চলমান মানবিক বিপর্যয়ের জন্য দায়ী করেছে।

 

সূত্র: https://www.saudigazette.com.sa/article/651464/World/Hamas-says-Israel-rejected-five-year-ceasefire-proposal

আবীর

×