ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সুগন্ধায় জেলেদের জালে ধরা পরেছে ১০ কেজি ওজনের হাঙর

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০০:৩৭, ৫ মে ২০২৫

সুগন্ধায় জেলেদের জালে ধরা পরেছে ১০ কেজি ওজনের হাঙর

জেলার বাবুগঞ্জ উপজেলার সুগন্ধা নদীতে জেলেদের ইলিশ ধরার জালে ধরা পরেছে ১০ কেজি ওজনের একটি হাঙর। 

প্রায় তিন ফুট লম্বা হাঙরটি স্থানীয় জেলে চুন্নু মাঝির জালে আটকে পরার খবর এলাকায় ছড়িয়ে পরলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

রবিবার (৪ মে) রাতে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অ্যাকুয়াকালচার বিভাগের সহকারী অধ্যাপক মীর মোহাম্মদ আলী মোবাইল ফোনে সাংবাদিকদের জানিয়েছেন, হাঙর মিঠাপানির প্রাণী নয়। হয়তো হাঙরটি দলছুট হয়ে বা ভুলবশত এখানে চলে আসতে পারে। তবে এ ধরনের হাঙর যদি আরও বেশ কিছু এসব নদ-নদীতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে সাগরে বাস্তুতন্ত্রে কোনো ব্যত্যয় হয়েছে কিংবা খাবারের সংকটে তারা নদীতে এসেছে।

উপজেলার রহমতপুর ইউনিয়নের দোয়ারিকা ফেরিঘাট সংলগ্ন জেলে পল্লীর বাসিন্দা চুন্নু মাঝি জানিয়েছেন, রবিবার দুুপুরে সুগন্ধা নদীতে ইলিশ ধরার জন্য তিনি জাল ফেলেছিলেন। পরবর্তীতে জাল তুলতে গিয়ে একটি হাঙর দেখতে পান।

তিনি আরও জানান, হাঙরটি জালে ওঠার পর কিছুক্ষণ জীবিত ছিল। পরে মারা যায়। বর্তমানে হাঙরটি তার (চুন্নু মাঝি) কাছে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন। স্থানীয়রা হাঙর ধরার খবর পেয়ে নিজ চোখে দেখতে চুন্নু মাঝির বাড়িতে ছুটে আসেন।

বাবুগঞ্জ উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. নাজমুস সালেহীন বলেন, হাঙর বন্য প্রাণীর আওতাভুক্ত হওয়ায় এটা বন বিভাগ ভালো বলতে পারবে। তবে এখান থেকে সাগর অনেক দূরে। তাই এই নদীতে হাঙর থাকার কথা নয়।

স্থানীয় ব্যবসায়ী মজিবর রহমান বলেন, জেলেরা সবাই নিশ্চিত ছিলো এটি হাঙর। তারপরেও আমি মোবাইল ফোনে ছবি তুলে গুগল লেন্সের সহায়তায় এটি যে হাঙর তা নিশ্চিত হয়েছি।

 

রাজু

×