
ছবি: সংগৃহীত
প্রেমিকার সঙ্গে রাস্তার পাশে বসে খাওয়ার সময় প্রকাশ্যে মার খেল এক যুবক ও তার প্রেমিকা। রাস্তায় সেন্ডেল হাতে তাদের উপর চড়াও হন ছেলের মা-বাবা। পুরো ঘটনাটি ক্যামেরাবন্দি হয়ে ভাইরাল হয়ে যায় নেট দুনিয়া।
ঘটনাটি ঘটেছে ভারতের কানপুরে গুজৈনি থানা এলাকার রাম গোপাল চৌরাহার কাছে। শুক্রবার বিকেলে ২১ বছরের রোহিত ও তার ১৯ বছরের প্রেমিকা রাস্তার ধারে একটি খাবারের দোকানে বসে চাউমিন খাচ্ছিলেন। হঠাৎ করেই সেখানে হাজির হন রোহিতের বাবা শিব করণ ও মা সুশীলা। ছেলেকে প্রেমিকার সঙ্গে দেখে তারা মারধর শুরু করেন।
ভিডিওতে দেখা যায়, রোহিত ও তার প্রেমিকা পালাতে গেলে মা সুশীলা চপ্পল হাতে মেয়েটিকে মারতে থাকেন এবং তার চুল টানার চেষ্টা করেন। সেই সময় রোহিতের বাবা ছেলেকে চপ্পল দিয়ে সজোরে মারতে থাকেন।
স্থানীয় কয়েকজন এই ঘটনা থামানোর চেষ্টা করেন। পুলিশ জানায়, দুই পক্ষকে থামিয়ে কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং তদন্ত শুরু হয়েছে।
গুজৈনি থানার অফিসার ইনচার্জ বিনয় তিওয়ারি জানান, “ঘটনাস্থলে পৌঁছে আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। দুই পক্ষের মধ্যে কাউন্সেলিং করা হয়েছে এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
শহীদ