ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

ঘরে থেকেই শিশুদের জন্য গ্রীষ্মকালকে স্মরণীয় করে তোলার ৫টি সৃজনশীল উপায়

প্রকাশিত: ০৫:২১, ৫ মে ২০২৫

ঘরে থেকেই শিশুদের জন্য গ্রীষ্মকালকে স্মরণীয় করে তোলার ৫টি সৃজনশীল উপায়

ছবিঃ সংগৃহীত

গ্রীষ্মের প্রচণ্ড গরমে যখন বাইরে খেলাধুলা সম্ভব নয়, তখন ঘরেই তৈরি হোক অ্যাডভেঞ্চার আর আনন্দের ভুবন! কিছু সৃজনশীল ও শিক্ষনীয় কার্যকলাপের মাধ্যমে শিশুদের জন্য এই গ্রীষ্ম হোক স্মরণীয়, মজায় ভরা এবং শেখায় সমৃদ্ধ।

১. বার্ডহাউস তৈরি করুন

ফেলে রাখা কাঠের টুকরো কিংবা জুতোর বাক্স দিয়েই বানিয়ে ফেলুন একটি পাখির ঘর। এটি হবে একটি পারিবারিক হ্যান্ডস-অন প্রজেক্ট, যেখানে সৃজনশীলতা এবং প্রকৃতির প্রতি ভালোবাসা জাগবে শিশুদের মধ্যে।

অভিভাবকরা কাঠ কাটার কাজ করবেন, শিশুরা রঙ করবে এবং সাজাবে। জানালার পাশে এটি ঝুলিয়ে দিন, দেখুন কোন পাখি আসে অতিথি হয়ে! শিশুরা কল্পনা করতে পারবে কী ধরনের পাখি সেখানে বাসা বাঁধবে—যা তাদের গল্প বলার ক্ষমতা ও পরিবেশ সম্পর্কে সচেতনতা বাড়াবে।

২. বানিয়ে ফেলুন একটি ‘ঘরোয়া আগ্নেয়গিরি’

বিজ্ঞান আর বিনোদনের চমৎকার মিল! বেকিং সোডা ও ভিনেগার দিয়ে তৈরি হোক একটি ছোট্ট আগ্নেয়গিরি—নিরাপদ, সহজ এবং দারুণ রোমাঞ্চকর।

একটি প্লাস্টিক বোতল নিন, চারপাশে মাটি বা ক্লে দিয়ে গঠন তৈরি করুন। এরপরে দিন কিছু ফুড কালার, বেকিং সোডা আর ভিনেগার—ব্যস, শুরু হয়ে যাবে অগ্ন্যুৎপাত! এর মাধ্যমে শিশুরা শিখবে কেমিক্যাল রিঅ্যাকশনের মজা, সেই সাথে আগ্নেয়গিরি কিভাবে তৈরি হয় সেই জ্ঞানও।

৩. পারিবারিক পিজ্জা নাইট

রান্নাঘর হোক এবার ছোট্ট একটি পিজ্জার দোকান! বাচ্চারা নিজেরাই বেছে নেবে টপিং, সাজাবে তাদের পছন্দের হেলদি পিজ্জা—রান্নার সময় এতো মজার হতে পারে, কে জানত!

প্রস্তুত করে রাখুন পিজ্জা বেস, সস, সবজি আর চিজ। বাচ্চারা সাজাবে, বড়রা বেক করবে। চাইলে পরতে পারে অ্যাপ্রন আর বানাতে পারে একটি ছোট মেনু বোর্ডও! এই সময়টা কাজে লাগিয়ে বলুন পরিবারের পুরনো রেসিপির গল্প, তৈরি করুন পারিবারিক বন্ধন।

৪. তারার নিচে গল্প বলা

একটা কম্বলের উপর, কিছু ফেয়ারি লাইট আর কিছু স্ন্যাকস নিয়ে তৈরি করুন গল্পের আসর। খোলা আকাশ না থাকলেও সমস্যা নেই—ঘরের মধ্যেই ল্যাম্প আর কুশনে হোক মিনি গ্যালাক্সি।

অভিভাবকরা শেয়ার করবেন ছোটবেলার গল্প, বাচ্চারা বলবে কল্পনাপ্রসূত বা মজার গল্প। এই অভ্যাসে উন্নত হবে শিশুর ভাষার দক্ষতা, আর চিত্র আঁকার মাধ্যমে সেই গল্পগুলোর প্রাণ ফিরে পাবে কাগজে।

৫. পারিবারিক সামার স্ক্র্যাপবুক বানানো

এই গ্রীষ্মে প্রতিটি স্মৃতিকে ধরে রাখুন একটি নিজস্ব স্ক্র্যাপবুকে। ছবি, আঁকা আর ছোট ছোট লিখার মাধ্যমে তৈরি হবে একটি ঘরোয়া স্মৃতিচারণার খাতা।

প্রতিসপ্তাহে প্রিন্ট করুন ছবি, বাচ্চারা ক্যাপশন লিখবে আর স্টিকার দিয়ে সাজাবে। গ্রীষ্মের শেষে হাতে থাকবে একটি অসাধারণ ‘মেমোরি বুক’। সপ্তাহের শেষে সবাই মিলে সেটি দেখে বলবে—কে কী সবচেয়ে বেশি উপভোগ করেছে!

সূত্রঃ https://thebetterindia.com/web-stories/summer-staycation-activities-for-kids-and-parents/

ইমরান

×