ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

কাশ্মীরে হামলা হতে পারে জেনেও চুপ ছিল ভারতীয় গোয়েন্দা: বেরিয়ে এলো থলের বেড়াল

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৮, ৫ মে ২০২৫; আপডেট: ০৮:৫২, ৫ মে ২০২৫

কাশ্মীরে হামলা হতে পারে জেনেও চুপ ছিল ভারতীয় গোয়েন্দা: বেরিয়ে এলো থলের বেড়াল

ছবিঃ সংগৃহীত

আবারও কাঠগড়ায় ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। প্রশ্ন উঠছে ‘র’ (Raw) সহ ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো আসলে কি করেছিল? হামলার আশঙ্কা ছিল জেনেও তারা চুপ করে ছিল কেন?

২২ এপ্রিল কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের গুলিতে প্রাণ হারিয়েছেন অন্তত ২৬ জন। নিহতদের বেশিরভাগই ছিলেন পর্যটক। 

১৯ এপ্রিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জম্মু ও কাশ্মীর সফর ছিলো নির্ধারিত। সেই উপলক্ষে ভারতের গোয়েন্দা ব্যুরো ও অন্যান্য সংস্থা আগেই সতর্ক করেছিল এই সময় পর্যটন এলাকা টার্গেট করে হামলা হতে পারে। বাড়ানো হয়েছিল নিরাপত্তা। কিন্তু এরপরে এ বিষয়ে আর কার্যক্রম অগ্রসর হয়নি। গোয়েন্দা দপ্তরেও ছিল নিরবতা। 

বিশেষ করে শ্রীনগর ও তার আশপাশের এলাকায় নজরদারি ছিল চোখে পড়ার মতো। পর্যটকদের ভিড় থাকে এমন হোটেল পার্ক এবং দর্শনীয় স্থানগুলোতে কড়া পাহাড়া বসানো হয়। তবে আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী ভারতের প্রধানমন্ত্রীর সফর বাতিল হয় চার দিন আগে। 

পেহেলগাম হামলার দিন সকালে পুলিশের মহাপরিদর্শক নলীন প্রভাত জম্মুতে ছিলেন। হামলার খবর পেয়েই আবার ফিরে আসেন শ্রীনগরে। 

এক প্রতিবেদনে জানা যায়, কোনো গোয়েন্দা তথ্যেই সরাসরি পেহেলগামের কথা বলা হয়নি। কিন্তু এখন এটা স্পষ্ট যে হামলাকারীরা আগে থেকেই পেহেলগামে অবস্থান করছিল। পুলিশ বলছে এই তথ্য আমাদের জানানো হয়নি। আমরা আগে থেকে কিছুই জানতে পারিনি। এই হামলার পর জম্মু ও কাশ্মীরের গোটা পর্যটন নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে প্রশাসনকে। 

সূত্র: https://www.youtube.com/watch

মুমু

আরো পড়ুন  

×