ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জম্মু-কাশ্মীরের রক্তাক্ত ঘটনায় ভারতের কড়া পদক্ষেপ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০২:৩৫, ৫ মে ২০২৫; আপডেট: ০২:৩৬, ৫ মে ২০২৫

জম্মু-কাশ্মীরের রক্তাক্ত ঘটনায় ভারতের কড়া পদক্ষেপ

ছবি: সংগৃহীত

প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, দেশের সীমান্ত রক্ষায় সেনাবাহিনীর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করা এবং যারা ভারতের দিকে ‘খারাপ নজর’ দেয়, তাদের উপযুক্ত জবাব দেওয়া তাঁর দায়িত্ব।

এই মন্তব্য এসেছে জম্মু ও কাশ্মীরের পাহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে। ভারত বলেছে, হামলাকারীদের সীমান্ত পেরিয়ে আসার সংযোগ রয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে আমি আপনাদের নিশ্চিত করতে চাই। আপনারা যা চান, তা অবশ্যই ঘটবে।” তিনি পরোক্ষভাবে জনগণের পাকিস্তানের বিরুদ্ধে জবাবদিহির প্রত্যাশার দিকেই ইঙ্গিত দেন।

রাজনাথ সিং আরও বলেন, “প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে সেনাদের সঙ্গে কাজ করে দেশের সীমান্ত রক্ষা করা আমার দায়িত্ব। আর আমাদের দেশের দিকে কেউ খারাপ নজর দিলে সেনাবাহিনীর সঙ্গে একযোগে কাজ করে তাদের উপযুক্ত জবাব দেওয়া আমার দায়িত্ব।”

তিনি দিল্লিতে এক অনুষ্ঠানে এসব কথা বলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে দেশের মানুষ ভালোভাবেই চেনেন উল্লেখ করে তিনি বলেন, “তাঁর কাজের ধরণ, সংকল্প এবং জীবনে ঝুঁকি নেওয়ার সাহস সম্পর্কে জনগণ ভালো করেই জানে।”

ভারত ইতিমধ্যে পাকিস্তানের সব ভিসা বাতিল করেছে এবং সিন্ধু জলচুক্তি স্থগিত করেছে। প্রতিবেশী দেশের সন্ত্রাসবাদী মদতের জবাবে এ পদক্ষেপ নিয়েছে ভারত।

সাম্প্রতিক দিনে পাকিস্তানি সেনারা একাধিকবার নিয়ন্ত্রণরেখা (LoC) লঙ্ঘন করেছে, যার জবাবে ভারতীয় সেনারা কার্যকর পাল্টা জবাব দিয়েছে।

উল্লেখযোগ্যভাবে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় পাকিস্তানঘেঁষা জঙ্গিদের আত্মঘাতী হামলায় ৪০ জন ভারতীয় জওয়ান নিহত হওয়ার পর ভারত পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসী শিবিরে বিমান হামলা চালিয়েছিল। এর আগে ২০১৬ সালে, জম্মু ও কাশ্মীরের উরিতে ভারতীয় সেনা ক্যাম্পে ১৯ জওয়ান নিহত হওয়ার ঘটনায় ভারতীয় বিশেষ বাহিনী পাকিস্তান অধিকৃত কাশ্মীর (PoK)-এ ‘সার্জিক্যাল স্ট্রাইক’ পরিচালনা করেছিল।

শহীদ

×