
ছবিঃ সংগৃহীত
গাজায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণ হারিয়েছেন আরও ৪০ ফিলিস্তিনি। অনাহারে মৃত্যু হয়েছে আরও একটি শিশুর। এ নিয়ে খাদ্যাভাবের কারণে উপত্যকাটিতে মোট ৫৭ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
দুই মাসেরও বেশি সময় ধরে গাজায় ত্রাণ প্রবেশের অনুমোদন বন্ধ রেখেছে ইসরায়েল। এতে করে গোটা উপত্যকায় দেখা দিয়েছে তীব্র খাদ্যাভাব। জাতিসংঘ সতর্ক করে বলেছে, দ্রুত ত্রাণ সরবরাহ শুরু না হলে গাজার জনগণ ভয়াবহ দুর্ভিক্ষের মুখোমুখি হবে।
আন্তর্জাতিক দাতব্য সংস্থা গ্রেট কিসেন জানিয়েছে, তাদের খাদ্য মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এর ফলে যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে সংস্থাটির কার্যক্রম।
এদিকে, ইসরায়েলি ডিফেন্স ফোর্স (IDF) গাজায় আক্রমণ অব্যাহত রেখেছে। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি সেনাদের হামলায় আরও ৪৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানা গেছে।
মানবাধিকার সংস্থাগুলো ও আন্তর্জাতিক সম্প্রদায় বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও, ইসরায়েলের আগ্রাসন থেমে নেই। গাজার পরিস্থিতি দিন দিন আরও সংকটময় হয়ে উঠছে।
ইমরান