
ছবিঃ সংগৃহীত
দক্ষিণ সুদানের ওলফ্যাঙ্গাক শহরে ভয়াবহ বিমান হামলায় সাত জন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। মানবিক সাহায্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (MSF) জানিয়েছে, এই হামলায় শহরটির শেষ কার্যকর হাসপাতাল ও একটি ফার্মেসি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এমএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, স্বাস্থ্যখাতের উপর এমন আক্রমণ আন্তর্জাতিক মানবাধিকার আইনের মারাত্মক লঙ্ঘন। সংস্থাটি হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে স্বাস্থ্যখাতকে আগ্রাসনের বাইরে রাখার আহ্বান জানিয়েছে।
এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি কেউ। দক্ষিণ সুদানের সেনাবাহিনীর পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতালে হামলার পরপরই পার্শ্ববর্তী একটি বাজারেও হামলা চালানো হয়। এতে সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ইমরান