
ছবি: প্রতীকী
তুরস্কের আকাশসীমা ব্যবহারে অনুমতি না পাওয়ায় ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার পূর্বনির্ধারিত আজারবাইজান সফর বাতিল করেছেন। যদিও আনুষ্ঠানিকভাবে সফর বাতিলের পেছনে ‘আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি ও ব্যস্ত কর্মসূচিকে’ কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে ইসরায়েলি একটি সংবাদমাধ্যম দাবি করছে, মূল কারণ ছিল আঙ্কারার বাধা।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর সফরের জন্য নির্ধারিত একটি বিমানের আজারবাইজানের রাজধানী বাকুতে পৌঁছানোর জন্য তুরস্কের আকাশসীমা ব্যবহার করার কথা ছিল। কিন্তু তুর্কি কর্তৃপক্ষ সেই অনুমতি না দেওয়ায় বিকল্প দীর্ঘ রুট বিবেচনা করতে হয়, যার মধ্যে গ্রিস ও বুলগেরিয়া হয়ে যাত্রা অন্তর্ভুক্ত ছিল। এতে যাত্রা সময় প্রায় দ্বিগুণ হতো এবং নিরাপত্তা ব্যবস্থাপনায় জটিলতা দেখা দেওয়ার আশঙ্কায় শেষ পর্যন্ত সফরটি বাতিল করা হয়।
তুরস্ক ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন দীর্ঘদিনের। তবে ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলি সামরিক অভিযান শুরু হওয়ার পর সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায়।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান প্রকাশ্যে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়ে ইসরায়েলকে ‘যুদ্ধাপরাধী রাষ্ট্র’ হিসেবে আখ্যা দেন। সেই থেকে তুরস্ক কৌশলগতভাবে ইসরায়েলবিরোধী বিভিন্ন উদ্যোগে সক্রিয় ভূমিকা নিচ্ছে, বিশেষ করে সামরিক ও কূটনৈতিক ক্ষেত্রে।
সূত্র: https://www.youtube.com/watch?v=u5Cmqh-c4S0
রাকিব