ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

বন্ধুত্বের সম্পর্ক বাড়বে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার, ঢাকা থেকেই হবে ভিসা প্রসেসিং

প্রকাশিত: ০৩:৪৮, ৫ মে ২০২৫; আপডেট: ০৩:৪৮, ৫ মে ২০২৫

বন্ধুত্বের সম্পর্ক বাড়বে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার, ঢাকা থেকেই হবে ভিসা প্রসেসিং

ছবিঃ সংগৃহীত

২০২৫ সালের অস্ট্রেলিয়া ফেডারেল নির্বাচনে প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি ঐতিহাসিক বিজয় অর্জন করেছে। দলটি অন্তত ৮৬টিরও বেশি আসনে জয় লাভ করে আগের চেয়েও বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এটি ১৯০১ সালের পর প্রথমবারের মতো কোনো লেবার নেতা পরপর দুটি মেয়াদে নির্বাচিত হওয়ার ঘটনা।

অন্যদিকে, বিরোধীদলীয় নেতা পিটার ডাটন তার নিজ আসন ডিকসন-এ লেবার প্রার্থী আলি ফ্রান্সের কাছে পরাজিত হয়েছেন। যা অস্ট্রেলিয়ার রাজনৈতিক ইতিহাসে একটি বিরল ঘটনা, কারণ বিরোধীদলীয় নেতা খুব কমই নিজ আসনে পরাজিত হন।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, নির্বাচনের আগে অনুষ্ঠিত বিতর্কে লেবার পার্টির একতা, স্বচ্ছতা ও প্রতিশ্রুতির উপর গুরুত্বারোপ করাই এই জয়ের মূল কারণ। দলটি তাদের প্রচারে শিক্ষা, স্বাস্থ্য, অভিবাসন ও জলবায়ু পরিবর্তন-এর মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে দৃঢ় অবস্থান নেয়।

এদিকে, বাংলাদেশিদের জন্য রয়েছে বিশেষ সুখবর। নতুন সরকারের অধীনে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়ার জন্য সকল ভিসা প্রসেসিং এখন সরাসরি বাংলাদেশ থেকেই সম্পন্ন হবে। ঢাকায় হোম অ্যাফেয়ার্স অফিস চালু হচ্ছে, যেখান থেকে অভিবাসন সংক্রান্ত সকল তথ্য ও সেবা প্রদান করা হবে।

এতে বাংলাদেশিদের ভিসা প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে বলে আশা করা হচ্ছে। একইসাথে দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হবে— এমনটাই প্রত্যাশা করছেন বিশ্লেষকরা।

সূত্রঃ https://youtu.be/fvTb-n82uB4?si=5YrZAUOt6awLpDOU

ইমরান

×