ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

‘আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আমাদের ধরে ধরে জবাই করবে’

প্রকাশিত: ০২:১৯, ৫ মে ২০২৫; আপডেট: ০২:১৯, ৫ মে ২০২৫

‘আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে আমাদের ধরে ধরে জবাই করবে’

ছবি: সংগৃহীত।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও প্রখ্যাত আইনজীবী এ এফ হাসান আরিফের আলোচিত পুত্রবধূ নীলা আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার জোর দাবি জানিয়েছেন। এনসিপির (নাগরিক পার্টি) এক বিক্ষোভ-পরবর্তী বক্তব্যে তিনি বলেন, "যদি আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হয়, তাহলে তারা আমাদের ধরে ধরে জবাই করবে।"

নীলা বলেন, "আমাদের মহানগরের প্রধান নেতার ওপর হামলা হয়েছে, সার্জিসের ওপর হামলা হয়েছে। আমরা সবাই এখন টার্গেট। আওয়ামী লীগ এখনো কীভাবে আমাদের ওপর হামলা করার সাহস পায়—এ প্রশ্নটা সবাইকে করতে হবে।"

তিনি আরও বলেন, "আজকে হাসনাত মারা যেতে পারতো, আল্লাহ তাকে বাঁচিয়েছেন। কিন্তু যদি মারা যেত, রাষ্ট্র কিছুই করতে পারতো না।"

নীলার মতে, আওয়ামী লীগকে নির্বাচন করতে দিলে তারা ‘পুনরায় নিপীড়নের পথ’ বেছে নেবে। "তাদের যদি আরেকবার সুযোগ দেওয়া হয়, তাহলে তারা আমাদের গণহারে হত্যা করবে," বলেন তিনি। তিনি অভিযোগ করেন, আজও যারা আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করে, তারাও এই সহিংসতার সহ-দায়ী।

নীলা স্পষ্ট করে বলেন, "বিএনপি আমাদের শত্রু না। তারা গণঅভ্যুত্থানে আমাদের পাশে ছিল। আমি বিএনপিকে আমাদের বন্ধু দল বলি। যারা বলে বিএনপি আমাদের শত্রু, তারা ভুল করছে।"

তবে তিনি আক্ষেপ করে বলেন, "আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রশ্নে বিএনপি এখনো কোন স্পষ্ট স্টেপ নেয়নি। এটা আমার জন্য বিস্ময়কর।"

নীলা সব রাজনৈতিক দলকে একত্রিত হওয়ার আহ্বান জানান। বলেন, "আমরা আওয়ামী লীগকে ক্ষমতা থেকে সরাতে পেরেছি। এবার তাদের নিষিদ্ধ করতে হবে। সব রাজনৈতিক শক্তিকে একসঙ্গে আওয়ামী লীগের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে।"

নুসরাত

×