ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

হাটহাজারীতে অধিগৃহীত জমিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি

প্রকাশিত: ০২:৩৯, ৫ মে ২০২৫; আপডেট: ০২:৪০, ৫ মে ২০২৫

হাটহাজারীতে অধিগৃহীত জমিতে উচ্ছেদ অভিযান শুরু করেছে সওজ

ছবি: সংগৃহীত

রোববার (৪ মে) সকাল থেকে চট্টগ্রামের হাটহাজারী বাস স্টেশনে উচ্ছেদ অভিযান শুরু করেছে সড়ক ও জনপথ (সওজ) বিভাগ। বাস স্টেশন এলাকায় যানজট নিত্যনৈমিত্তিক ব্যাপার। ভুক্তভোগীদের দাবি, এই এলাকার অসহনীয় যানজট নিরসনে জন্য সড়ক সম্প্রসারণ করা।

সড়ক ও জনপথ বিভাগ জনদাবির গুরুত্ব বিবেচনা করে অক্সিজেন-হাটহাজারী মহাসড়ক সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করে প্রয়োজনীয় জমি করে। ইতিমধ্যে সরকারের অধিগ্রহণ করা জমিতে নিয়মানুযায়ী ক্ষতিপূরণও প্রদান করা হয়েছে। ক্ষতিপূরণ প্রদানের পর সওজ অধিগৃহীত জমিতে স্থাপিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করেছিল।

সওজ এর দাবি, স্থাপিত স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করার পরও কেউ নিজেদের স্থাপনা সরিয়ে নেয়নি। তাই জনস্বার্থে সড়ক সম্প্রসারণের লক্ষ্যে অধিগ্রহণ করা জমিতে রবিবার থেকে স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হয়েছে।

হাটহাজারী বাস স্টেশনের দক্ষিণ পাশের মরা ছড়া খাল সংলগ্ন এলাকা থেকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়েছে। পর্যায়ক্রমে অধিগৃহীত জমির সব স্থাপনা উচ্ছেদ করা হবে বলে সংশ্লিস্টরা গণমাধ্যমকে জানিয়েছেন।

এদিকে সরকার কর্তৃক অধিগৃহীত জমিতে স্থাপিত স্থাপনার মালিকগণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট সময় চেয়ে বুধবার (৩০ এপ্রিল) মানববন্ধন করেছেন।

ইউনুস মিয়া/রাকিব

×