
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে।
গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলায় তাকে বহনকারি গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। এ সময় তিনি আহত হন। রবিবার (৪ মে) সন্ধ্যায় মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনার পর তাকে নিরাপত্তা দিয়ে বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজী (আইইউটি) তে নিয়ে যাওয়া হয়।
পরে সেখান থেকে রাতেই জিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনারের নেতৃত্বে পুলিশের টিম হাসনাত আব্দুল্লাহকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। বিষয়টি নিশ্চিত করেছেন জিএমপি’র কমিশনার ড. নাজমুল করিম খান।
বাসন থানার ওসি শাহীন খান জানান, রবিবার সন্ধ্যায় চান্দনা চৌরাস্তা এলাকায় দুর্বৃত্তরা জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহকে বহনকারি গাড়িতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তদের ছোড়া ঢিলে তার গাড়ির কাঁচ ভেঙ্গে যায়। এ সময় তিনি আহত হন।
ঘটনার পর তাকে নিরাপত্তা দিয়ে বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজী (আইইউটি) তে নিয়ে যাওয়া হয়। কারা এ হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তবে এ ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান এবং পরিদর্শণ করেন।
এনসিপি’র নেতৃবৃন্দ জানান, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন সালনা এলাকা থেকে ঢাকায় ফিরছিলেন এনসিপি’র মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহ। এ সময় তার সঙ্গে গাড়িতে আরও দুজন আরোহী ছিলেন। ঘটনার সময় দুর্বৃত্তরা কয়েকটি মোটরসাইকেল যোগে ঘটনাস্থলে এসে এনসিপি’র মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে পরিকল্পিতভাবে হামলা চালায়।
হামলাকারিরা তার গাড়ির গতিরোধ করে ইট-পাটকেল ছুঁড়ে গাড়ির কাঁচ ভাংচুর করে এবং তার চড়াও হয়। এতে হাসনাত আব্দুল্লাহ ডান হাতে রক্তাক্ত জখম হন। এ ঘটনার প্রতিবাদে এবং ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের দাবিতে রাতেই বাইপাস মোড়, বোর্ডবাজার ও চান্দনা চৌরাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্র জনতা। রাত ৯টায় চান্দনা চৌরাস্তা মোড়ে বিক্ষোভ করার কর্মসূচি করার ঘোষণা দেওয়া হয়। হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে সোমবার আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেওয়া হবে।
এনসিপির গাজীপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, “এই বর্বর হামলা আওয়ামী লীগের মদদপুষ্ট। আমরা মনে করি, ছাত্রলীগ ও যুবলীগ এতে জড়িত। রাষ্ট্র যদি হামলাকারীদের আড়াল করে, তাহলে রাজপথেই তার জবাব দেওয়া হবে।
এদিকে ঘটনার পরই সন্ধ্যায় এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির কাঁচ ভেঙে গেছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।’