
ছবি: সংগৃহীত
কুমিল্লার তিতাসে পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ২৮ নং এজাহারনামীয় ও একাধিক মামলার আসামি সাবেক ইউপি চেয়ারম্যান ফারুক মিয়াকে (৫৩) গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।
গ্রেফতারকৃত ফারুক মিয়া উপজেলার শাহপুর (চেয়ারম্যান বাড়ীর) মৃত আনু মিয়া ছেলে৷ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্যাহ৷
রবিবার (৪ মে) রাত সাড়ে ১০টায় তিতাস থানা পুলিশের বিশেষ অভিযানে বৈষম্যবিরোধী মামলার ২৮ নং এজাহারনামীয় আসামি এবং ৩টি মামলার পরোয়ানাভুক্ত আসামি সাবেক মজিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফারুক মিয়াকে (৫৩) গ্রেফতার করা হয়৷
তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদ উল্যাহ বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান নিশ্চিত হয়ে রবিবার রাত সাড়ে ১০ টায় অভিযান পরিচালনা মোঃ ফারুক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী মামলা, ৩টি সিআর মামলার গ্রেফতারি পরোয়ানাসহ মোট ৯টি মামলা রয়েছে৷
শামীম রায়হান/রাকিব