
সৈয়দপুরে নির্মাণ হতে যাচ্ছে ৫০ মেগাওয়াট সৌরবিদূৎ উৎপাদন কেন্দ্র
সৈয়দপুরে নির্মাণ হতে যাচ্ছে ৫০ মেগাওয়াট সৌরবিদূৎ উৎপাদন কেন্দ্র। রবিবার সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন দৈনিক জনকন্ঠ’কে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্বাবধায়ক শাহ সুফি নুর মোহাম্মদ বলেন, ২৪ এপ্রিল বৃহস্পতিবার দুপুরে ওই ধারবাহিকতায় শহরের ১০ নং ওয়ার্ডের শহর রক্ষা বাঁধ সংলগ্ন ইটভাটি এলাকায় রেলের প্রায় একশত একরের অধিক জমির ওপর সৌর বিদ্যুৎ প্রকল্প স্থাপনের সম্ভব্যতা য্চাাই দলের প্রধান ও বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চল রাজশাহীর প্রধান বিদ্যুৎ প্রকৌশলী হাবিবুর রহমান ওই এলাকা পরিদর্শন করেন।
রেলের বিশাল এলাকা দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। এ সময় সৈয়দপুর রেলওয়ে কারখানার বিদ্যুৎ প্রকৌশলী খাইরুল আলম, আইডাব্ল মো: শরিফুল ইসলামসহ অন্যন্য উর্ধ্বত্বন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এই প্রকল্প বাস্তবায়নে মাত্র ২০ একর জায়গার দারকার।
স্থানীয়রা জানান, এখানে রেলের শত একরের উপরে জায়গা রয়েছে। রেলের বিশাল পরিমান ওই জমি অনেকে ভুমি অফিসের মাধ্যমে লাইসেন্স আবারও কেহ জবর দখলে নিয়ে চাষাবাদ করছে। এই জমিতে সৌর বিদ্যূৎ কেন্দ্র স্থাপন হলে এর সুষম ব্যাবহার হবে। সাথে বদলে এ শহরের দৃশ্য। ময়লা ও ভাগার এলাকাটি অপরুপ সাজে সজ্জিতে পরিকল্পিত নগরে পরিণত হবে।
কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে স্থানীয়দের জীবনমান বৃদ্ধিসহ জাতীয় অর্থনৈতীক অবদানে সহায়ক ভুমিকা রাখবে। বর্তমান সরকার জীবাস্ম জ¦ালানী থেকে বেরিয়ে আসার জন্য নবায়নযোগ্য জ্বালানির ওপর গুরুত্ব আরোপ করেছেন। এরই ধারাবাহিকতায দেশের বিভিন্ন স্থানে ৪০টি সৌরবিদ্যূৎ কেন্দ্র স্থাপনের জন্য পরিকল্পনা করেছেন।
উৎপাদন কেন্দ্রগুলো থেকে ৫০ মেগাওয়াট করে ২ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবেন। এমন লক্ষ্য নিয়ে সৈয়দপুরসহ বিভিন্ন স্থানে সৌরবিদ্যূৎ কেন্দ্র স্থাপনের জন্য স্থান নির্ধারনের কাজ চলমান রয়েছে। এই প্রকল্প থেকে উৎপাদিত বিদ্যুৎ বাণিজ্যিকভাবে জাতীয় গ্রিডে যোগ হবে।