ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ট্রাম্পের ভয়ে দেশ ছাড়ার পরিকল্পনা আমেরিকান এক দম্পতির!

প্রকাশিত: ০০:১২, ৫ মে ২০২৫; আপডেট: ০০:১৪, ৫ মে ২০২৫

ট্রাম্পের ভয়ে দেশ ছাড়ার পরিকল্পনা আমেরিকান এক দম্পতির!

ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউজে ফেরার ঘোষণা দেন, তখন নিউ ইয়র্ক সিটির এক দম্পতি—ডোরিস ডেভিস এবং সুজি বার্টলেট—একটি জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নেন।

যদি ট্রাম্প আবার নির্বাচিত হন, তারা আমেরিকা ছেড়ে ইউরোপে চলে যাবেন।

নিউ ইয়র্ক শহরের উপকণ্ঠে বসবাসরত এই দম্পতি বলেন, প্রথম দফায় ট্রাম্পকে সুযোগ দিয়েছিলেন তারা। কিন্তু যখন তিনি আবার ক্ষমতায় ফিরে এসে বর্ণবৈষম্য হ্রাস ও অধিকার সংরক্ষণে গৃহীত বিভিন্ন নীতি বাতিল করা শুরু করেন, তখন তারা গভীর উদ্বেগে পড়েন।

"আমরা এই দেশটিকে ভালোবাসি, কিন্তু এটি যা হয়ে উঠেছে, তা আমরা ভালোবাসি না," বলেন ৬৯ বছর বয়সী শিক্ষাবিষয়ক পরামর্শক ডোরিস ডেভিস। তিনি বলেন, "যখন আপনার পরিচয়কে আক্রমণ করা হয়, তখন ব্যক্তিগতভাবে রাগ ও হতাশার জন্ম হয়।"

বর্তমানে তারা একজন অভিবাসন আইনজীবীর সঙ্গে কাজ করছেন এবং ইউরোপে বসবাসের সম্ভাব্য বিকল্প খতিয়ে দেখছেন। তাদের সবচেয়ে বেশি আকৃষ্ট করছে পর্তুগাল ও স্পেন—দক্ষিণ ইউরোপীয় জীবনযাত্রার জন্য পরিচিত দেশ দুটি। তারা ডিজিটাল নোমাড বা অবসরকালীন ভিসা বিবেচনা করছেন।

৫২ বছর বয়সী বার্টলেট ইতোমধ্যে অবসর নিয়েছেন। ডেভিস বলেন, "দেশ ছাড়তে খারাপ লাগছে," কারণ স্থানীয় সম্প্রদায়ের সঙ্গে তার গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। তবে, "রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে, যা আর গ্রহণযোগ্য নয়," যোগ করেন তিনি।

সূত্রঃ রয়টার্স

ইমরান

×