
ছবিঃ সংগৃহীত
পাহালগামে সন্ত্রাসী হামলার পর ভারত কোনও সামরিক পদক্ষেপ নিতে পারে—এই আশঙ্কায় পাকিস্তান সেনাবাহিনী চরম গোলাবারুদের সংকটে পড়েছে। ANI সূত্রে জানা গেছে, পাকিস্তান মাত্র ৪ দিন টানা যুদ্ধ চালানোর মতো সক্ষমতা রাখে।
প্রতিবেদন অনুযায়ী, ইউক্রেন ও ইসরায়েলের সঙ্গে সাম্প্রতিক অস্ত্র চুক্তির কারণে পাকিস্তানের যুদ্ধের রিজার্ভ প্রায় শেষ হয়ে গেছে। পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরি (POF) পুরনো অবকাঠামো ও বৈশ্বিক চাহিদার কারণে পর্যাপ্ত সরবরাহ করতে পারছে না।
সেনাবাহিনীর কাছে ১৫৫ মিমি শেল (M109 হাউইটজারের জন্য) ও ১২২ মিমি রকেট (BM-21 রকেট সিস্টেমের জন্য) তীব্র ঘাটতি দেখা দিয়েছে। এপ্রিল মাসে সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়, এসব শেল ইউক্রেনে পাঠানো হয়েছে, ফলে মজুত বিপজ্জনকভাবে কমে গেছে।
বিশেষ সূত্রে জানা গেছে, পাকিস্তানের সামরিক নেতৃত্ব এই পরিস্থিতি নিয়ে গভীর উদ্বিগ্ন এবং ২ মে অনুষ্ঠিত একটি উচ্চপর্যায়ের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। ভারতের সম্ভাব্য হামলার আশঙ্কায় সীমান্তে নতুন গোলাবারুদের গুদামও তৈরি করছে পাকিস্তান।
পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল বাজওয়াও এক সময় বলেছিলেন, দেশের অর্থনৈতিক অবস্থা এবং গোলাবারুদের ঘাটতির কারণে ভারতের সঙ্গে দীর্ঘমেয়াদি যুদ্ধ চালানো সম্ভব নয়।
মারিয়া