
ছবি: সংগৃহীত
সম্মিলিত সনাতনী জোটের প্রতিনিধি, সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণদাসের জামিন বাতিল এবং আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেছে এনসিপি এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।
সকাল থেকেই চট্টগ্রাম আদালত চত্বরে নেওয়া হয় কড়া নিরাপত্তাব্যবস্থা। আদালতের প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চেকপোস্ট বসিয়ে ব্যক্তিগত গাড়িতে তল্লাশি চালান এবং যাত্রীদের জিজ্ঞাসাবাদ শেষে প্রবেশের অনুমতি দেন। আদালত ভবনের সামনেও মোতায়েন করা হয় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
বেলা ১১টার দিকে শিক্ষার্থীরা আদালত প্রাঙ্গণে উপস্থিত হন। এ সময় তারা চিন্ময় কৃষ্ণদাসের জামিন বাতিলের দাবিতে বিক্ষোভ শুরু করেন। একইসঙ্গে আদালতপাড়ায় চিন্ময়ের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত অ্যাডভোকেট আলিফ হত্যার সর্বোচ্চ শাস্তির দাবি জানান তারা।
৩০ এপ্রিল দুপুরে ঢাকায় হাইকোর্টের একটি বেঞ্চ চিন্ময় কৃষ্ণদাসের জামিন আবেদন মঞ্জুর করেন এবং জামিন বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করেন। তবে হাইকোর্টের আদেশের কয়েক ঘণ্টা পর রাষ্ট্রপক্ষ আপিল বিভাগের চেম্বার আদালতে জামিন স্থগিতের আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
সূত্র: https://www.youtube.com/watch?v=Rz2iHJ41Qco
আবীর