ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত

প্রকাশিত: ২০:০৯, ৪ মে ২০২৫; আপডেট: ২০:১২, ৪ মে ২০২৫

বাংলাদেশিদের জন্য ভিসা নিয়ে সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত

ছবি: সংগৃহীত

বাংলাদেশিদের সুখবর দিল সংযুক্ত আরব আমিরাত। সীমিত পরিসরে চালু হলো সব ধরনের ভিসা। আজ প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের রাষ্ট্রদূত জানান, আরব আমিরাত দূতাবাস এখন প্রতিদিন ৩০ থেকে ৫০ টি ভিজিট ভিসা দিচ্ছে। ভিসা দেয়া হচ্ছে ব্যবসায়ীদেরকেও। এছাড়া দক্ষ কর্মীদের জন্য দেশটির মানবসম্পদ মন্ত্রণালয় অনলাইন ব্যবস্থাও আবারো চালু করেছে।

সম্প্রতি হোটেল কর্মী ও নিরাপত্তারক্ষীদের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেছে আরব আমিরাত দূতাবাস। জুলাই অভ্যুত্থানের সময় ছাত্রজনতার পক্ষে অবস্থান নিয়ে আমিরাতে হাসিনা বিরোধী বিক্ষোভ করেন প্রবাসী বাংলাদেশিরা। এরই জের ধরে কয়েকজনকে গ্রেফতার করে আমিরাত সরকার। সরকারি উদ্যোগে গ্রেপ্তারকর্মীদের দেশে ফেরত আনা গেলেও এতদিন অঘোষিতভাবে ভিসা বন্ধ ছিল। সীমিত পরিসরে এই প্রক্রিয়া আবারো চালু করায় আরব আমিরাত রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদিকে ধন্যবাদ জানান প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফি সিদ্দিকী।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=khQszauc4kg

আবীর

×