
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহর ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।
তিনি এক বিবৃতিতে বলেন, “পতিত ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতার ফলে জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধাদের জীবন এখন হুমকির মুখে পড়েছে।”
নাছির উদ্দিন আরও অভিযোগ করেন, সরকার ফ্যাসিবাদী শক্তিকে রাজনৈতিক ও সামাজিকভাবে মোকাবিলা না করে বরং নিজের দলীয় প্রচারণাতেই মনোনিবেশ করছে। ফলে গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া জনগণ ধীরে ধীরে অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক দিকনির্দেশনা থেকে বঞ্চিত হচ্ছে।
তিনি বলেন, “ব্যক্তিগত রাজনৈতিক উচ্চাভিলাষ নয়, বরং গণ-অভ্যুত্থানের চেতনাকে সমুন্নত রাখা উচিত আমাদের সকল রাজনৈতিক কর্মসূচির মূল লক্ষ্য হিসেবে।”
নাছির উদ্দিন অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন এবং গণতন্ত্র রক্ষায় সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
এম.কে.