
ফাইল ছবি
গণঅভ্যুত্থান যে শেষ হয়নি, সহযোদ্ধা হাসনাত আবদুল্লাহর উপর বর্বর হামলাই তার প্রমাণ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ।
সোমবার (৫ মে) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি বলেন, অবিলম্বে যথাযথ তদন্ত করে হামলাকারীদের বিচারের আওতায় আনতে হবে। গণঅভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে রক্তারক্তির রাজনীতি বন্ধ করতে হলে আওয়ামী লীগের নেতৃত্বে সংঘটিত গণহত্যার বিচার করতেই হবে।
তিনি আরও উল্লেখ করেন, রাজনৈতিক প্রতিহিংসার নামে যারা গণতান্ত্রিক আন্দোলনকারীদের ওপর হামলা চালাচ্ছে, তাদের বিচার না হলে দেশে শান্তি ফিরবে না।
এসএফ