
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কমিটির বিশেষ সহকারি ইশরাক হোসেন তার ব্যক্তিগত ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি লেখেন, ‘খুনি হাসিনা পতন পরবর্তী বাংলাদেশে গণমাধ্যম পুরোপুরি স্বাধীন হয়েছে কি?’
রোববার (৪ মে) ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে বিএনপি নেতা ইশরাক হোসেন আরও লেখেন, ‘পতিত আওয়ামী লীগের লুটপাটের খবর প্রচার হয়েছে। রাজপথের বিরোধী দল বিএনপিকে জড়িয়ে সত্য-মিথ্যার মিশ্রণে খবর প্রচার হচ্ছে।’
“কিন্তু কার্যত ‘সরকারি’ দলগুলোর অপকর্ম ও সরকারের কিছু উপদেষ্টাদের স্বেচ্ছাচারিতা ও যথেচ্ছাচারিতার খবর কি প্রচার হচ্ছে?” প্রশ্ন তোলেন ইশরাক।
এছাড়া, সাংবাদিকদের সেলফ সেন্সরশিপ প্রসঙ্গে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘গণমাধ্যমকর্মীরা কি সেলফ সেন্সরশিপ থেকে পুরোপুরি মুক্তিলাভ করেছে?’
রাকিব