ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে রংপুর বিভাগ অচল করার হুঁশিয়ারি

স্টাফ রিপোর্টার, নীলফামারী।

প্রকাশিত: ০০:২৬, ৫ মে ২০২৫

সাবেক এমপি তুহিনের মুক্তির দাবিতে রংপুর বিভাগ অচল করার হুঁশিয়ারি

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের নিঃশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেছে বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।

রবিবার (৪ মে) ডিমলা, ডোমার এবং জেলা সদরে পৃথক সময়ে আয়োজিত এসব কর্মসূচিতে নেতারা মামলা প্রত্যাহার এবং অবিলম্বে তুহিনের মুক্তি দাবি করেন। দাবি না মানলে রংপুর বিভাগ অচল করে দেওয়ার হুঁশিয়ারি দেন বক্তারা।

ডিমলা উপজেলায় সকাল ১১টায় দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিজয় স্মৃতি চত্বরে সমাবেশে মিলিত হয়। উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ মনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক বদিউজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী প্রধান প্রমুখ।

ডোমার উপজেলায় বেলা ১২টায় বাটার মোড়ে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালু। বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আখতারুজ্জামান সুমন, পৌর বিএনপির সভাপতি আনিছুর রহমান আনু ও সাধারণ সম্পাদক মোজাফফর আলী।

এছাড়া বিকেলে জেলা যুবদলের উদ্যোগে জেলা শহরের একটি বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশে মিলিত হন নেতাকর্মীরা। বক্তৃতা করেন জেলা বিএনপির সহসভাপতি মীর সেলিম ফারুক মোস্তফা হক প্রধান এবং যুবদলের সাধারণ সম্পাদক শাহাদত হোসেন চৌধুরী প্রমুখ।

দলীয় সূত্রে জানা গেছে, তুহিন ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির ষষ্ঠ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-১ আসনে সংসদ সদস্য নির্বাচিত হন। ১/১১ সময়কালে তাঁর বিরুদ্ধে কর ফাঁকি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গুলশান থানায় দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আদালত তাঁকে যথাক্রমে ৮ বছর ও ১৩ বছর কারাদণ্ড দেয়। এরপর দীর্ঘদিন বিদেশে অবস্থান শেষে তিনি ২২ এপ্রিল দেশে ফিরে আসেন।

তুহিন ২৯ এপ্রিল ঢাকার দুটি বিশেষ জজ আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

প্রসঙ্গত, তুহিন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে এবং তারেক রহমানের খালাতো ভাই। তাঁর পৈত্রিক বাড়ি নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতি গ্রামে। পিতা রফিকুল ইসলাম চৌধুরী ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও ডিন।

নুসরাত

×