
আব্দুর রশিদ চাচা
সিরাজগঞ্জ পাঙাসী গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ চাচা, যার বয়স ৮৫ বছর। পড়াশোনা তেমন করেননি। স্ত্রী দুই সন্তান নিয়ে সুখের সংসার ছিল। স্ত্রী ইতোমধ্যে ইন্তেকাল করেছেন। দুটো মেয়েকে বিয়ে দিয়েছেন। ওরা ওদের মতো ভালো আছে। কিন্তু তাকে তেমন একটা দেখতে পারে না কেউ। তাই তিনি নিজের জীবনের তাগিদে এই বয়সে এসেও প্রতিদিন গ্রাম থেকে ফ্রেশ শাক সবজি আর ফল নিয়ে সিরাজগঞ্জ শহরে আসেন বিক্রি করতে।
তাদের কাছে মে দিবস বলে কিছু নেই। প্রতিদিন এই জিনিসগুলো বিক্রি না করলে খাবার জুটবে না। আমি উনার নিয়মিত ক্রেতা, তাও প্রায় বছর খানিক ধরে। আসলে এই বয়সে এসেও যারা জীবিকার তাগিদে হালাল আয় করার চেষ্টা করেন, তাদের প্রতি অগাধ সম্মান চলে আসে। দাম বেশি নিবেন না, আবার চাইলে আপনি বেশি টাকাও দিতে পারবেন না। এক কথায়- আত্ম সম্মানবোধ অনেক। ভালো থাকুক এই মানুষগুলো।