ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ব্যাপারে যা জানাল পুলিশ

প্রকাশিত: ২১:৫৮, ৪ মে ২০২৫

হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ব্যাপারে যা জানাল পুলিশ

ছবি: সংগৃহীত।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে গাজীপুরে। রোববার (৪ মে) সন্ধ্যায় বাসন থানার বাসন সড়ক এলাকায় ১০ থেকে ১২ জন সন্ত্রাসী এ হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। ঘটনায় আহত হয়েছেন হাসনাত, ভেঙে গেছে গাড়ির গ্লাস।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন খান হামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, "হাসনাতের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা করছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।"

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, হামলার পর হাসনাত আব্দুল্লাহ কিছু সময় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির সামনে অবস্থান করেন। পরে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

ঘটনার পর গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (ডিসি) রবিউল ইসলাম জানান, "হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করে দেখছি। দায়ীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।"

এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক (উত্তরাঞ্চল) সারজিস আলম তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ ঘটনার নিন্দা জানিয়ে লেখেন, “হাসনাতের গাড়িতে ১০-১২ জন সন্ত্রাসী গাজীপুর এলাকায় হামলা করেছে। গাড়ির গ্লাস ভেঙে গিয়েছে, হাত রক্তাক্ত হয়েছে। আশেপাশে যারা আছেন হাসনাতকে প্রটেক্ট করুন।”

ঘটনার পরপরই গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় প্রতিবাদে ফুঁসে ওঠে এনসিপি-সমর্থিত ছাত্র-যুবকরা। চান্দনা চৌরাস্তা এলাকায় শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিলও হয়।

উল্লেখ্য, এর আগেও একাধিকবার হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটেছে। তবে কারা এ হামলার পেছনে রয়েছে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নুসরাত

×