ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪

প্রকাশিত: ০০:৪১, ৫ মে ২০২৫

ভোর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২৪

ছবি: সংগৃহীত

গাজায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় রবিবার ভোর থেকে এ পর্যন্ত অন্তত ২৪ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে চিকিৎসা সূত্র।

দক্ষিণ গাজার খান ইউনুস গভর্নরেটের আল-মাওয়াসি এলাকায় এক আবাসিক ভবনে বিমান হামলায় নিহত হন ছয়জন, যাদের মধ্যে দুই শিশু (বয়স পাঁচ ও দুই) রয়েছে। এই তথ্য নিশ্চিত করেন গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, গত দুই দিনে গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ১০০টির বেশি “সন্ত্রাসী লক্ষ্যবস্তু”তে হামলা চালানো হয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, ১৮ মার্চ থেকে ইসরায়েল ফের আক্রমণ শুরু করার পর এখন পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৪৩৬ জনে। মোট যুদ্ধের শুরু থেকে এই পর্যন্ত নিহত হয়েছেন ৫২,৫৩৫ জন। নিহতদের প্রায় ৭০ শতাংশই নারী ও শিশু।

এই হামলাগুলোকে ঘিরে গাজা উপত্যকায় মানবিক বিপর্যয় আরও গভীর হচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
 

এসএফ
তথ্যসূত্র: আল-জাজিরা

 

×