ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২০ বৈশাখ ১৪৩২

বিশ্বখ্যাত হার্ভার্ড দিচ্ছে ১০টি অনলাইন কোর্স একদম বিনামূল্যে!

প্রকাশিত: ১৩:০৫, ৩ মে ২০২৫

বিশ্বখ্যাত হার্ভার্ড দিচ্ছে ১০টি অনলাইন কোর্স একদম বিনামূল্যে!

বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি ২০২৫ সালে এমন এক পদক্ষেপ নিয়েছে যা বিশ্বের যে কোনো শিক্ষার্থীকে চমকে দিতে বাধ্য। তারা উন্মুক্ত করে দিয়েছে ১০টি সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন কোর্স, যা বিশ্বের যেকোনো প্রান্তে ইন্টারনেট সংযোগ থাকলেই করা যাবে তাও আবার কোনো খরচ ছাড়াই!এই উদ্যোগের মাধ্যমে হার্ভার্ড তাদের শিক্ষাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে। আইভি লিগের মানের শিক্ষা এবার মিলবে ঘরে বসেই, কোনোরকম টিউশন ফি ছাড়াই।

এই কোর্সগুলোর মধ্যে রয়েছে কম্পিউটার সায়েন্স, আইন, জলবায়ু পরিবর্তন, সাহিত্য ও নেতৃত্বসহ নানা আধুনিক ও প্রয়োজনীয় বিষয়ের পাঠ্যক্রম, যা তৈরি করেছেন হার্ভার্ডের অভিজ্ঞ ও গবেষণাভিত্তিক শিক্ষকবৃন্দ।

এগুলো কেবল শিক্ষাগত জ্ঞানই দেবে না, বরং আপনার দক্ষতা বাড়াবে, ক্যারিয়ার এগিয়ে নিতে সাহায্য করবে সবই ঘরে বসে নিজের গতিতে শেখার সুবিধায়।

কোর্সভিত্তিক বিস্তারিত তালিকা:
১. CS50’s Introduction to Computer Science
হার্ভার্ডের সবচেয়ে জনপ্রিয় কোর্সগুলোর একটি।
শিখবেন: অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, মেমোরি ব্যবস্থাপনা, ওয়েব ডেভেলপমেন্টের মূলভিত্তি।

২. Web Programming with Python and JavaScript
শিখবেন: Flask, HTML, CSS, API ডিজাইন, ইউজার অথেনটিকেশন, ফ্রন্টএন্ড ও ব্যাকএন্ড একত্রীকরণ।

৩. Introduction to Artificial Intelligence with Python
শিখবেন: মেশিন লার্নিং, নিউরাল নেটওয়ার্ক, সার্চ অ্যালগরিদম, রিইনফোর্সমেন্ট লার্নিং, NLP।

৪. Data Science: Machine Learning
শিখবেন: সুপারভাইজড/আনসুপারভাইজড লার্নিং, ডিসিশন ট্রি, র‍্যান্ডম ফরেস্ট, ডিপ লার্নিং।

৫. Contract Law: From Trust to Promise to Contract
শিখবেন: আইনগত যুক্তি, চুক্তির মূলনীতি ও ব্যবসায়িক প্রেক্ষাপটে প্রয়োগ।

৬. Shakespeare’s Life and Work
শিখবেন: শেক্সপিয়রের নাটক, কবিতা ও তাঁর সাহিত্যিক প্রভাবের বিশ্লেষণ।

৭. The Health Effects of Climate Change
শিখবেন: জলবায়ু পরিবর্তনের ফলে জনস্বাস্থ্যে কী প্রভাব পড়ে, পরিবেশ বিজ্ঞানের ভিত্তি।

৮. Justice
প্রফেসর মাইকেল স্যান্ডেল-এর দার্শনিক ক্লাস বিশ্বজুড়ে সমাদৃত।
শিখবেন: নৈতিকতা, ন্যায়ের তত্ত্ব ও আধুনিক সমাজে এর প্রাসঙ্গিকতা।

৯. Energy Within Environmental Constraints
শিখবেন: টেকসই শক্তি নীতি, পরিবেশগত বিশ্লেষণ ও শক্তি ব্যবস্থাপনা।

১০. Leaders of Learning
শিখবেন: নেতৃত্বের বিভিন্ন রূপ ও শেখার পরিবেশ তৈরি করার কৌশল।

কেন এই কোর্স করবেন?
বিনামূল্যে: কোনো টিউশন ফি লাগবে না।
সার্টিফিকেট: চাইলে অল্প খরচে পাবেন হার্ভার্ডের ভেরিফায়েড সার্টিফিকেট।
সুবিধাজনক: ঘরে বসে নিজ গতিতে শিখতে পারবেন।
প্রেস্টিজ: আপনার রিজিউমে হার্ভার্ডের নাম যুক্ত হবে!
দক্ষতা বৃদ্ধি: প্রোগ্রামিং, আইন, নেতৃত্ব বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে দক্ষ হবেন।

কিভাবে রেজিস্ট্রেশন করবেন?
১. HarvardX অথবা edX ওয়েবসাইটে যান।
২. ইমেইল দিয়ে একটি ফ্রি অ্যাকাউন্ট খুলুন।
৩. পছন্দমতো কোর্স বেছে নিয়ে "Audit the Course (free)" অপশন বেছে নিন।
৪. সাথে সাথে শেখা শুরু করুন!

 

সফল হওয়ার জন্য কিছু টিপস :
প্রতি সপ্তাহে নির্দিষ্ট সময় শিখতে দিন।
নিজে নিজে নোট নিন, এতে শেখা আরও মজবুত হবে।
ডিকাশন ফোরামে অংশ নিন, এটি শেখার গতি বাড়াবে।
অতিরিক্ত রিডিং এড়িয়ে যাবেন না মূল্যবান তথ্য থাকে সেখানে।


হার্ভার্ড ইউনিভার্সিটির এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে শিক্ষা গ্রহণের এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। আপনি যদি নতুন কিছু শিখতে আগ্রহী হন, ক্যারিয়ারে এগিয়ে যেতে চান অথবা শুদ্ধভাবে সাহিত্য বা প্রযুক্তি আয়ত্ত করতে চান তবে এই কোর্সগুলো আপনার জন্য সেরা সুযোগ।

 

 


সূত্র:https://tinyurl.com/3a5zpaw3

আফরোজা

আরো পড়ুন  

×