
গেল এপ্রিলের মাঝামাঝি সময় চলে এসেছিল বিরাট আপডেট। আইপিএলের ভরা বাজারেই ভারতের আন্তর্জাতিক সফরের খবর এসেছিল।
জানা গিয়েছিল রোহিত শর্মা, সূর্যকুমার যাদবরা চলতি বছর অগাস্টে, বাংলাদেশে যাবেন সাদা বলের সিরিজ খেলতে।
দুই সংস্করণ মিলিয়ে ভারত-বাংলাদেশের তিনটি ওডিআই ও সমসংখ্যক টি-টোয়েন্টিআই ম্যাচ খেলার কথা। ২০১৪ সালের পর বাংলাদেশের মাটিতে হতে চলেছে ভারতের প্রথম সাদা বলের সিরিজ। তবে সেই সফর এবার ভারত বাতিল করতে চলেছে বলেই আপডেট।
পহেলগাঁওর নারকীয় কাণ্ডের পর এবার বিরাট পদক্ষেপ ভারতের। পাকিস্তানকে পরে, আগে বাংলাদেশকে বুঝে নেওয়া হল।
ভারত-বাংলাদেশ সিরিজের প্রথম দু'টি ওডিআই ১৭ ও ২০ আগস্ট এবং শেষ দুটি টি-টোয়েন্টিআই ম্যাচ ২৯ ও ৩১ আগস্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ঢাকার শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
তৃতীয় ওডিআই ২৩ আগস্ট ও প্রথম টি-টোয়েন্টিআই ম্যাচ ২৬ আগস্ট হওয়ার কথা ছিল চট্টগ্রামের বীর শ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে (অতীতে যা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম নামে পরিচিত ছিল)।
শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ভারতের ক্রিকেট দলের এই প্রথম পা রাখার কথা ছিল!
ভারত বাংলাদেশ পরিস্থিতিতে বিরাট-রোহিতদের খেলতে যাওয়া বর্তমান পরিস্থিতিতে প্রশ্ন রেখে যাচ্ছে।
ফুয়াদ