ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

দুই গোল করে রিয়ালকে বাঁচালেন এমবাপ্পে

প্রকাশিত: ২১:২৭, ৪ মে ২০২৫

দুই গোল করে রিয়ালকে বাঁচালেন এমবাপ্পে

এমবাপ্পে তার দ্বিতীয় এবং রিয়াল মাদ্রিদের তৃতীয় গোলটি উদযাপন করছেন

লা লিগার শিরোপার দৌড়ে টিকে থাকার লড়াইয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিল রিয়াল মাদ্রিদ। রবিবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে ৩-২ ব্যবধানে হারিয়েছে সেল্তা ভিগোকে। ফলে পয়েন্ট তালিকায় বার্সেলোনার চেয়ে চার পয়েন্ট পিছিয়ে থেকে তারা অপেক্ষায় থাকল আগামী সপ্তাহের এল ক্লাসিকোর।

রড্রিগো অসুস্থ থাকায় মূল একাদশে সুযোগ পান ২০ বছর বয়সী তুর্কি মিডফিল্ডার আর্দা গুলার। শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে খেলেন তিনি। ম্যাচের ৩৩তম মিনিটে ডি-বক্সে জায়গা বের করে চমৎকার কার্লিং শটে গোল করে রিয়ালকে এগিয়ে দেন গুলার।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় রিয়াল। ৫৪তম মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রথম গোল করেন, আর ৬৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান বাড়ান ৩-০ তে। ফরাসি তারকার এই জোড়া গোল রিয়াল সমর্থকদের মধ্যে বাড়তি আত্মবিশ্বাস জোগায়।

তবে ম্যাচের শেষদিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সেল্তা ভিগো। ৭৬ ও ৮৩ মিনিটে পরপর দুটি গোল করে ম্যাচে রোমাঞ্চ ফেরায় তারা। কিন্তু বাকি সময়ে রিয়ালের রক্ষণ ও গোলরক্ষক থিবো কুর্তোয়ার দৃঢ়তায় তারা আর সমতায় ফিরতে পারেনি।

লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ এখনো শিরোপার আশায় বুক বেঁধে আছে। যদিও চলতি মৌসুমে তারা চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায় নিয়েছে এবং কোপা দেল রে'র ফাইনালে বার্সেলোনার কাছে পরাজিত হয়েছে, তবে লিগ ট্রফি জেতার সুযোগ এখনো তাদের হাতের বাইরে যায়নি।

আগামী রবিবার বার্সেলোনার বিপক্ষে এল ক্লাসিকো ম্যাচে জয় পাওয়া গেলে শিরোপা লড়াই নতুন মোড় নিতে পারে।

এসএফ

×