ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

বার্সা-ইন্টার লড়াইয়ে "রিয়ালপন্থী" রেফারি—বিতর্কের ঝড়

প্রকাশিত: ২০:০৫, ৪ মে ২০২৫; আপডেট: ২০:০৬, ৪ মে ২০২৫

বার্সা-ইন্টার লড়াইয়ে

ছবি: সংগৃহীত

ক্যারিয়ারে একের পর এক বিতর্কিত সিদ্ধান্তের মাধ্যমে সমালোচনার কেন্দ্রে থেকেছেন পোলিশ রেফারি সিমন মারচিনিয়াক। এসব বিতর্কের বেশিরভাগই রিয়াল মাদ্রিদের পক্ষে কিংবা তাদের প্রতিপক্ষদের বিপক্ষে গিয়েছে বলে অভিযোগ রয়েছে। এবার সেই মারচিনিয়াককেই নিয়োগ দেওয়া হয়েছে বার্সেলোনা ও ইন্টার মিলানের মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের ফিরতি লেগে। স্বাভাবিকভাবেই এই সিদ্ধান্তে উদ্বেগে পড়েছে কাতালান শিবির।

প্রথম লেগে বার্সেলোনার মাঠ মন্তুজুইকে রোমাঞ্চকর এক ম্যাচে ৩-৩ গোলে ড্র করেছিল দুই দল। ফিরতি লেগ অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, সানসিরোতে। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বিতর্কিত রেফারির নিয়োগ বার্সেলোনার জন্য নতুন এক দুশ্চিন্তা হিসেবে দেখা দিয়েছে।

মারচিনিয়াকের সাম্প্রতিক এক বিতর্কিত সিদ্ধান্ত এসেছিল অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচে। পেনাল্টি শুটআউটে হুলিয়ান আলভারেজের একটি গোল ‘ডাবল টাচ’-এর অজুহাতে বাতিল করেন তিনি, যদিও ঘটনাটি ভিএআরে দেখা গেলেও মনিটরে গিয়ে পুনর্বিবেচনার প্রয়োজন মনে করেননি রেফারি।

এছাড়া, ২০২৪ সালের চ্যাম্পিয়ন্স লিগ সেমি-ফাইনালের আরেক ফিরতি লেগে রিয়াল ও বায়ার্ন মিউনিখের ম্যাচে ম্যাতাইস ডি লিখটের একটি গোল অফসাইডের অজুহাতে বাতিল করেন তিনি। এ ক্ষেত্রেও ভিএআর যাচাইয়ের সুযোগ না দিয়েই আগেভাগে বাঁশি বাজিয়ে দেন মারচিনিয়াক।

তার পক্ষপাতিত্বের অভিযোগ আরও জোরালো হয় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওর মাধ্যমে, যেখানে দেখা যায় তিনি রিয়াল মাদ্রিদের লোগোযুক্ত ব্যাগ নিয়ে মাঠে প্রবেশ করছেন। এমনকি চেলসির সাবেক কোচ টমাস টুখেলও একবার রেফারির সঙ্গে রিয়াল কোচ কার্লো আনচেলত্তির ঘনিষ্ঠতার অভিযোগ তুলেছিলেন।

শুধু মারচিনিয়াকই নয়, ভিএআর দায়িত্বে থাকা পল ভ্যান বুকেলকেও নিয়ে উদ্বেগ রয়েছে বার্সার। ২০২২-২৩ মৌসুমে ইন্টার ও বার্সার মধ্যকার একটি গ্রুপ পর্বের ম্যাচে তিনিই ভিএআরের দায়িত্বে ছিলেন, যেখানে শেষ মুহূর্তে ডামফ্রিসের হাতে বল লাগার পরেও সম্ভাব্য পেনাল্টির বিষয়টি উপেক্ষা করেন তিনি। একই ম্যাচে পেদ্রির একটি গোল বাতিল হয় আনসু ফাতির হাতে বল লাগার কারণে, যদিও সেটি ছিল সম্পূর্ণ অনিচ্ছাকৃত।

সবমিলিয়ে এমন রেফারি ও ভিএআর কর্মকর্তার নিয়োগ বার্সেলোনার জন্য বড় এক মনস্তাত্ত্বিক চাপ হয়ে দাঁড়িয়েছে।  

আসিফ

×