ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

সংযুক্ত আরব আমিরাতের নারী ক্রিকেট দল পেল আইসিসির ওয়ানডে মর্যাদা

প্রকাশিত: ০১:০৮, ৪ মে ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের নারী ক্রিকেট দল পেল আইসিসির ওয়ানডে মর্যাদা

ছবি: সংগৃহীত

নারী ক্রিকেটের ইতিহাসে নতুন এক মাইলফলক ছুঁলো সংযুক্ত আরব আমিরাত। আইসিসি ঘোষিত সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী, ওয়ানডে স্ট্যাটাস পেয়েছে দেশটির নারী ক্রিকেট দল। ২০২৫ থেকে ২০২৯ সালের চার বছরের জন্য এই মর্যাদা বহাল থাকবে। এর ফলে ওয়ানডে স্ট্যাটাসধারী নারী দলের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬টিতে।

সংযুক্ত আরব আমিরাতের এই অর্জনের পেছনে রয়েছে তাদের ধারাবাহিক উন্নতি। আইসিসির নারী টি-২০ র‍্যাঙ্কিংয়ে ১৬তম অবস্থানে থাকায় তারা ওয়ানডে মর্যাদা পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। এই তালিকায় নতুন সংযোজন হিসেবে আমিরাত যুক্ত হলেও বাদ পড়েছে যুক্তরাষ্ট্রের নারী ক্রিকেট দল।

বর্তমানে আইসিসির সহযোগী সদস্য দেশগুলোর মধ্যে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, থাইল্যান্ড এবং পাপুয়া নিউগিনি নিজেদের ওয়ানডে স্ট্যাটাস ধরে রাখতে সক্ষম হয়েছে।

এদিকে, নারী টি-২০ র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দ্বিতীয় অবস্থানে আছে ইংল্যান্ড, আর তৃতীয় স্থানে ভারত। বাংলাদেশ নারী দল এই র‍্যাঙ্কিংয়ে এক ধাপ নিচে নেমে দশম স্থানে অবস্থান করছে, যেখানে নবম স্থানে উঠে এসেছে আয়ারল্যান্ড।

সংযুক্ত আরব আমিরাতের এই অগ্রগতি নারী ক্রিকেটের প্রসারে নতুন উদ্দীপনা যোগাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। ওয়ানডে মর্যাদার মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে আরও বেশি ম্যাচ খেলার সুযোগ পাবে দলটি, যা তাদের অভিজ্ঞতা ও প্রতিযোগিতার মান বাড়াতে সহায়ক হবে।

এসএফ 

×