
ছবি: সংগৃহীত
একাডেমিক সাফল্য, পেশাগত সুযোগ এবং দৈনন্দিন জীবনে ইংরেজি শেখা অত্যন্ত জরুরি। তবে এটি কঠিন বা ভয়ের কিছু নয়। সঠিক মানসিকতা ও নিয়মিত অনুশীলনের মাধ্যমে আপনার সন্তান মাত্র ৩০ দিনেই ইংরেজিতে সাবলীলভাবে কথা বলতে পারবে। নিচে কিছু সহজ পরামর্শ দেওয়া হলো—যেগুলো মানলে শিশু আত্মবিশ্বাসের সঙ্গে ইংরেজিতে কথা বলতে পারবে।
প্রতিদিন ইংরেজি পরিবেশে রাখুন
শিশুকে প্রতিদিন ইংরেজির সংস্পর্শে রাখুন। ইংরেজি পডকাস্ট শুনতে দিন, ইংরেজি টিভি শো দেখাতে পারেন, আর্টিকেল বা সংবাদ পড়ার অভ্যাস গড়ে তুলুন। এতে তাদের শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে।
প্রতিদিন ইংরেজিতে কথা বলার অভ্যাস গড়ে তুলুন
সাবলীলভাবে কথা বলার জন্য নিয়মিত অনুশীলন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার সন্তানকে উৎসাহ দিন যেন তারা প্রতিদিন ইংরেজিতে কথা বলে—এমনকি যদি সেটা নিজেকেই হয়। এভাবে আত্মবিশ্বাস বাড়বে এবং সময়ের সঙ্গে সঙ্গে ফ্লুয়েন্সি উন্নত হবে।
শুধু শব্দ নয়, বাক্য শেখান
শুধু শব্দ মুখস্থ না করে দৈনন্দিন জীবনের সাধারণ বাক্য শেখাতে উৎসাহ দিন। যেমন, “delicious” শব্দটি না শিখিয়ে “This pizza is delicious!” বাক্যটি শেখান। এতে তারা স্বাভাবিক ও বাস্তব কথোপকথনে অংশ নিতে পারবে।
আয়নার সামনে অনুশীলনের গুরুত্ব
শিশু যখন আয়নার সামনে কথা বলার অনুশীলন করবে, তখন তারা আরও স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসের সঙ্গে কথা বলতে শিখবে। এতে তাদের মৌখিক ও অমৌখিক উভয় ধরনের যোগাযোগ দক্ষতা উন্নত হবে।
শুধু এই সহজ পরামর্শগুলো ৩০ দিন মেনে চললেই আপনি শিশুর অসাধারণ উন্নতি দেখতে পাবেন।
সূত্র: https://myarisenshine.com/blog/speak-english-with-confidence-in-just-one-month/
আবীর