
ছবি: সংগৃহীত
সরকারের একটি অংশ সুষ্ঠু নির্বাচন চায় না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত বিএনপির প্রতীকী অনশন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, "সরকার গণতন্ত্র ও জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা টিকিয়ে রাখতে চায়। তাই তারা সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটছে না।"
অন্যদিকে, এক পৃথক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক নির্বাচন কেন্দ্রিক সংস্কার শেষে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন।
জাতীয় নির্বাচন ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে অনুষ্ঠানের দাবিতে প্রতীকী অবস্থান কর্মসূচি পালন করেছে জিয়াউর রহমান সমাজকল্যাণ ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জয়নুল আবদিন ফারুক বলেন, "নির্বাচনের জন্যই সংস্কার প্রয়োজন। সেই সংস্কার হবে ‘আমার ভোট আমি দেবো’, ‘দিনের ভোট দিনে হবে’ এই ভিত্তিতে। সরকারকে অনতিবিলম্বে নির্বাচনের ঘোষণা দিতে হবে।"
তিনি আরও বলেন, "এটা শুধু বিএনপির দাবি নয়, দেশের ৭৫ শতাংশ মানুষ এখন একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়।"
সূত্র: https://www.youtube.com/watch?v=2j3EfrxYtfU
আবীর