
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৪৪০
সারাদেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে ১৪৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন এবং অন্য বিভিন্ন ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৪০ জন। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।
গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ৯০০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানিক কার্যক্রমে একটি বিদেশি পিস্তল, একটি পেন গান, ছয়টি এলজি, একটি রাইফেল, একটি একনলা বন্দুক, একটি ম্যাগজিন ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
সাজাপ্রাপ্ত রহিম গ্রেপ্তার ॥ অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত রহিম (৩৫) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। শনিবার সন্ধ্যায় তাকে রাজবাড়ীর গোয়ালন্দ মোড় থেকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার শামীম হাসান সরদার। রহিম অস্ত্র মামলার আসামি। রাজবাড়ী জেলার বিশেষ ট্রাইবুনালে তার বিরুদ্ধে অস্ত্র মামলার সাজা হয়। আদালত তাকে ১৭ বছরের সাজা দেন। এরপর তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি হয়। পরোয়ানার পর থেকে তিনি পলাতক ছিলেন। গ্রেপ্তারকৃতকে সংশিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। রহিম রাজবাড়ী জেলা সদরের খানখানাপুর গ্রামের জাহাঙ্গীর জাহান সরদারের ছেলে।
মোহাম্মদপুরে ৩০ জন গ্রেপ্তার ॥ রাজধানীর মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় দিনব্যাপী সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান জানান-শনিবার দিনব্যাপী মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক সাঁড়াশি অভিযানে বিভিন্ন পয়েন্ট থেকে মোট ৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন- মিঠুন কুমার (৪৭), জলিল রতন (৩৮), সাব্বির (২৩), লিটন (৩২), সোহেল মিঠু (৪২), ইমন (২১), অ্যালেক্স তুহিন (২১), ফয়সাল (২৫), সালাম (৩২), সোহান (৩৮), এনায়েত (৪৫), সাত্তার (৪৫), সোহেল রানা (২৫), ১৭ বছরের এক কিশোর, ১৬ বছর বয়সী এক কিশোর, ১৬ বছর বয়সী আরেক কিশোর, সুমিদ (২০), রাব্বি (২৩), জাহিদ (২১), কাওসার (১৯), ইসমাইল (২৩), সামির (১৯), সিজান (১৮), রাব্বি (২০), রেজাউল (৪২), নুর আলম (৪৫), আজগর আলী (৩৮), তোফায়েল (৫০), হাসিম (৪০) ও আশরাফুল (৩০)।
এদের মধ্যে ডিএমপি মামলায় ২৩ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ৪ জন, প্রতারণা মামলায় একজন, দস্যুতার চেষ্টা মামলায় একজন ও অন্যান্য মামলায় একজন। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
পল্লবীতে মাদকসহ দুই কারবারি গ্রেপ্তার ॥ পল্লবী এলাকা থেকে ১০০ কেজি গাঁজা ও বহনকারী পিকআপভ্যানসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ওয়ারী বিভাগ। গ্রেপ্তাররা হলেনÑ মো. সোহাগ সর্দার (২৮) ও মো. তাহিদ (২৬)। উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রাত ৯টা ৪৫ মিনিটের দিকে পল্লবী থানাধীন কালশী মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
মাদক উদ্ধারে বিশেষ অভিযান পরিচালনাকালে ডিবি-ওয়ারী বিভাগের একটি টিম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে মাদক কারবারিরা পিকআপভ্যানসহ গাঁজা বিক্রির জন্য কালশী মোড় এলাকার রাইজিং কাবাব অ্যান্ড রেস্টুরেন্ট সামনে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে মাদক কারবারি সোহাগ সর্দার ও তাহিদকে ১০০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের হেফাজত থেকে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটিও জব্দ করা হয়। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী জেলা থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্রি করত। তারা উদ্ধারকৃত গাঁজা বিক্রির উদ্দেশে নিজ হেফাজতে রেখেছিল জানিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গে-ারিয়ায় দুই ডাকাত গ্রেপ্তার ॥ রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ সংঘবদ্ধ ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেনÑ মো. ইমরান হোসেন ওরফে ইরান (৩২) ও মো. শাহাদাৎ-উন-নূর (৩৬)। এ সময় তাদের কাছ থেকে একটি চাপাতি, একটি ছুরি উদ্ধার ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
রবিবার রাত সোয়া ১টার দিকে গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের সামনে দয়াগঞ্জগামী রা¯তায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি-ওয়ারী ভিাগের ডেমরা জোনাল টিম। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান-গোপন সংবাদের ভিত্তিতে গেন্ডারিয়া থানাধীন সায়েদাবাদস্থ মিথালী স্কুলের গলির মুখে অভিযান চালায় ডিবির টিম।
পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেলে করে পালানোর সময় ইমরান হোসেন ও শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সহযোগী কয়েকজন দৌঁড়ে পালিয়ে যায়। গ্রেপ্তারদের ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। এ বিষয়ে গেন্ডারিয়া থানায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তাররা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য।
তারা তাদের পলাতক সহযোগীদের নিয়ে ডাকাতি করার জন্য ঘটনাস্থলে অবস্থান করছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেপ্তার ইরানের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা রয়েছে। আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ নেওয়া হয়েছে।