ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

নির্বাচন কবে হবে বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া

প্রকাশিত: ১৫:০১, ৪ মে ২০২৫

নির্বাচন কবে হবে বিএনপির কাছে জানতে চেয়েছে রাশিয়া

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে জানতে চেয়েছে রাশিয়া। আজ সকালে (৪ মে, ২০২৫) গুলশানে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসে রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ এ বিষয়ে বিএনপির সঙ্গে বৈঠক করেন।

বৈঠকে বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন প্রসঙ্গে আলোচনা হয়। এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত জানতে চান, নির্বাচন কবে হতে যাচ্ছে।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন,"নির্বাচন কত তাড়াতাড়ি হতে যাচ্ছে, তারা জানতে চাচ্ছে। আর দুই দেশের মধ্যে রাশিয়া এনার্জি রিচ কান্ট্রি। সুতরাং, এ ক্ষেত্রে আমাদের দুই দেশের মধ্যে কি কো-অপারেশন হতে পারে আগামীদিনে এসব বিষয়ে আলোচনা হয়।"

এছাড়া বৈঠকে বাংলাদেশে রাশিয়ার বিনিয়োগ সম্ভাবনা নিয়েও আলোচনা হয়। এ সময় রাষ্ট্রদূত আলেকজান্ডার গ্রিগোরিভিচ বলেন, রাশিয়া এ বিষয়ে আগ্রহী এবং ভবিষ্যতে বিনিয়োগ সহজীকরণের জন্য কাজ করবে।

 

 

সূত্র:https://tinyurl.com/v4vxfayr

আফরোজা

×