ঢাকা, বাংলাদেশ   রোববার ০৪ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

ইসরায়েলে হুতির হামলা: বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৮:৩৪, ৪ মে ২০২৫

ইসরায়েলে হুতির হামলা: বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

ছবি: সংগৃহীত

ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র রবিবার সকালে ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের মূল টার্মিনালের কাছে আঘাত হেনেছে বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

অনলাইনে প্রকাশিত যাচাই না হওয়া ভিডিও ফুটেজে দেখা যায়, আশেপাশের একটি সড়কে গাড়িচালকেরা গাড়ি থামিয়ে আশ্রয় নিচ্ছেন এবং ক্ষেপণাস্ত্রটি আছড়ে পড়লে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়, যা তেল আবিবের উপকণ্ঠে অবস্থিত বিমানবন্দরের অতিশয় নিকটে।

ইসরায়েলি গণমাধ্যম জরুরি সেবা সূত্রে জানিয়েছে, বিস্ফোরণে চারজন আহত হন এবং আরও দুইজন আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে আহত হন।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়াওভ গ্যালান্ট (আসল নাম সংশোধন হিসেবে যোগ করা যেতে পারে যদি ইসরায়েল কাটজ তথ্যগতভাবে ভুল হয়) এক বিবৃতিতে বলেছেন, "যে আমাদের আঘাত করবে, আমরা তাকে সাত গুণ শক্তিতে আঘাত করব।" আঘাতের পর সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ থাকলেও বর্তমানে বিমানবন্দরটি পুনরায় চালু হয়েছে।

ক্ষেপণাস্ত্র ধেয়ে আসার সময় দেশের বিভিন্ন অঞ্চলে সাইরেন বাজানো হয়েছিল — তবে ইসরায়েলি বিমান বাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করতে ব্যর্থ হওয়ায় তদন্ত শুরু হয়েছে।

জ্যেষ্ঠ ইসরায়েলি পুলিশ কর্মকর্তা ইয়াইর হেত্জরোনি সাংবাদিকদের ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে সৃষ্ট গর্ত দেখান, যা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, টার্মিনাল ৩–এর পার্কিং এলাকার পাশে সড়কের ধারে আঘাত হেনেছে।

হেত্জরোনি বলেন, "আপনারা আমাদের পেছনে ঘটনাস্থলটি দেখতে পাচ্ছেন, যেখানে কয়েক ডজন মিটার ব্যাস ও গভীরতার একটি গর্ত সৃষ্টি হয়েছে," তবে উল্লেখযোগ্য কোনো অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি বলেও জানান তিনি।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রবিবার মন্ত্রিসভার সদস্য ও প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন বলে জানাগেছে।

ইরান-সমর্থিত ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতিরা নিয়মিতভাবে গাজায় হামাসের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ে আসছে, তবে দেশটির উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায়শই এই ধরনের হামলা ভূপাতিত করতে সক্ষম হয়। এই ধরনের সরাসরি আঘাত বিরল।

উল্লেখ্য, হুতিরা লোহিত সাগরে জাহাজে হামলা চালিয়ে আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করে, যার জবাবে যুক্তরাষ্ট্র একটি বোমাবর্ষণ অভিযান পরিচালনা করে, এবং তাতে যুক্তরাজ্যও সহায়তা করে।

শহীদ

×