
ছবি: সংগৃহীত
দক্ষিণ গাজার রাফা এলাকায় একটি ফাঁদ পাতা সুড়ঙ্গের মুখে বিস্ফোরণে ইসরায়েলের দুই সেনা নিহত এবং দুইজন আহত হয়েছে। নিহতরা ইয়াহালোম কমব্যাট ইঞ্জিনিয়ারিং ইউনিটের সদস্য ছিলেন। গাজা ও সীমান্ত এলাকায় চলমান অভিযানে ইসরায়েলের সেনা হতাহতের সংখ্যা ৪১৬-এ দাঁড়াল।
এছাড়া শনিবার গাজা সিটির পাশে সেনা ক্যাম্পে ট্যাংক শেলের বিস্ফোরণে ৪০১তম ব্রিগেডের দুই সেনা আহত হয়। একাধিক এলাকায় ড্রোন হামলাও হয়েছে।
ইসরায়েল যুদ্ধ আরও জোরদারের পরিকল্পনায় হাজার হাজার রিজার্ভ সেনা ডেকেছে।
এদিকে দুই মাসের অবরোধে খাদ্য ও ওষুধ সংকটে উত্তর গাজায় সহিংসতা বেড়েছে। জাতিসংঘ ও সাহায্য সংস্থার গুদাম, বেকারি ও দোকানে লুটপাট বেড়েছে। হামাস নিয়ন্ত্রিত কর্তৃপক্ষ লুটপাটে জড়িত সন্দেহে ৬ জনকে হত্যা ও ১৩ জনকে আহত করেছে। কিছু এলাকায় কারফিউ জারি করা হয়েছে।
খান ইউনিসে ইসরায়েলি হামলায় অন্তত ১৭ জন নিহত হয়েছে, যাদের মধ্যে ১১ জন একই পরিবারের।
হামাস-নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের দাবি, যুদ্ধ শুরুর পর থেকে গাজায় ৫০ হাজারের বেশি মানুষ নিহত বা নিখোঁজ। ইসরায়েল দাবি করেছে, তারা ২০ হাজার যোদ্ধাকে হত্যা করেছে এবং ৭ অক্টোবর ১,৬০০ হামাস জঙ্গিকে মেরেছে।
সূত্র: https://www.timesofisrael.com/two-idf-soldiers-killed-two-wounded-in-blast-in-booby-trapped-rafah-tunnel/
আবীর