ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

জবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের “আনন্দ ভ্রমণ ২০২৫” অনুষ্ঠিত

প্রকাশিত: ২৩:৩২, ৪ মে ২০২৫

জবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের “আনন্দ ভ্রমণ ২০২৫” অনুষ্ঠিত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের উদ্যোগে দিনব্যাপী “আনন্দ ভ্রমণ ২০২৫” অনুষ্ঠিত হয়েছে। শিক্ষক, শিক্ষার্থী ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজনটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর।

ভ্রমণের সূচনা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে, সকাল ৮টায় রিপোর্টিংয়ের মাধ্যমে। সকাল ৮টা ৩০ মিনিটে বাসে যাত্রা করে অংশগ্রহণকারীরা প্রথমে পৌঁছান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসে। সেখানে সকালের নাস্তা ও খেলাধুলা শেষে হয় গ্রুপ ফটোসেশন। পরে মূল গন্তব্য কেরানীগঞ্জের “শরীফ ফুড কোর্ট অ্যান্ড ড্রিম পার্ক”-এর উদ্দেশ্যে রওনা দেন সবাই।

রিসোর্টে পৌঁছে শিক্ষার্থীরা সুইমিং, রাইড, খেলাধুলা, মধ্যাহ্নভোজ ও সাংস্কৃতিক আয়োজনে অংশ নেন। বিকেলে ছিল র‍্যাফেল ড্র ও নাস্তার আয়োজন। দিনভর আয়োজনে ছিল হাসি, আনন্দ ও বন্ধুত্বের স্মৃতিমধুর মুহূর্ত।

আয়োজন সফল করতে সার্বিক সহায়তা ও দিকনির্দেশনার জন্য বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয় বিভাগের চেয়ারম্যান ড. মো. আশরাফুল আলমের প্রতি।

আনন্দ ভ্রমণ কমিটির আহ্বায়ক ও বিভাগের শিক্ষক মো. রাইসুল ইসলাম বলেন, “সবার আন্তরিক অংশগ্রহণে আনন্দ ভ্রমণটি হয়ে উঠেছে স্মরণীয়। তবে আমরা মিস করেছি সেইসব প্রিয় মুখ, যারা নানা কারণে এবার আমাদের সঙ্গে থাকতে পারেননি।”

বিভাগীয় কর্তৃপক্ষ জানান, এমন প্রাণবন্ত আয়োজনে সবাইকে একত্রিত করতে পারা সত্যিই গর্বের এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

নুসরাত দিবা

আরো পড়ুন  

×