
ছবি: প্রতিকী
রাতের আকাশে ঝরতে চলেছে মহাজাগতিক আগুনের ফুলঝুরি—Eta Aquarid উল্কাবৃষ্টি। প্রতি বছর মে মাসে ঘটে এই দুর্দান্ত প্রাকৃতিক ঘটনা, যার উৎস বিখ্যাত হ্যালির ধূমকেতু। নাসা জানিয়েছে, এ বছরের Eta Aquarid উল্কাবৃষ্টির শিখর সময় হবে ৬ মে ভোরে, তবে ৩ থেকে ৫ মে রাতগুলোতেও এই উল্কাপাত উপভোগ করা যাবে।
উত্তর গোলার্ধে প্রতিঘণ্টায় ১০-২০টি উল্কা দেখা যেতে পারে। তবে দক্ষিণ গোলার্ধে সংখ্যাটি আরও বেশি। বিশেষ দিক হলো, ৬ তারিখে চাঁদ ভোর ৩টার আগেই অস্ত যাবে, ফলে রাতের বাকি অংশ থাকবে গাঢ় অন্ধকারে—উল্কাবৃষ্টি দেখার জন্য আদর্শ সময়।
পর্যবেক্ষণের জন্য যা করবেন:
- শহরের আলোর দূষণ এড়িয়ে অন্ধকার ও খোলা জায়গায় যান
- পূর্ব বা দক্ষিণ-পূর্ব আকাশের দিকে চোখ রাখুন
- চোখ অন্ধকারের সাথে খাপ খাওয়াতে অন্তত ২০ মিনিট সময় দিন
এটি আকাশপ্রেমীদের জন্য এক বিরল সুযোগ, মিস করবেন না।
সূত্র: নাসা
রবিউল হাসান