
মোশাররফ করিম—নামেই যাঁর অভিনয় দক্ষতায় ভিন্নমাত্রার চিত্র ফুটে ওঠে। দীর্ঘদিন ধরেই নানা চরিত্রে দর্শকদের মুগ্ধ করে আসছেন তিনি। নাটক, সিনেমা কিংবা ওটিটি—সকল মাধ্যমেই তার প্রমাণিত অভিনয়ের দক্ষতা তার জনপ্রিয়তা বাড়িয়েছে। বিশেষ করে থ্রিলার কনটেন্টে একের পর এক সফলতার মাধ্যমে তিনি অনেকেরই প্রিয় হয়ে উঠেছেন।
এবার ঈদে মুক্তির অপেক্ষায় রয়েছে মোশাররফ করিম অভিনীত নতুন চলচ্চিত্র ‘ইনসাফ’। ৪ মে রোববার সন্ধ্যায় সিনেমাটির নির্মাতা সঞ্জয় সমদ্দার দ্বিতীয় পোস্টার প্রকাশ করেন। পোস্টারে দেখা যায়, “এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ!”—এই স্লোগানটির মাধ্যমে দর্শকদের নতুন এক মোশাররফ করিমের চরিত্রের ইঙ্গিত দিয়েছেন পরিচালক।
পোস্টারে মোশাররফ করিমের চরিত্রটিকে চিরচেনা থেকে আলাদা, ভয়ঙ্কর এক রূপে উপস্থাপন করা হয়েছে। এর আগে ২৫ এপ্রিল প্রকাশিত ফার্স্ট লুক পোস্টারে দেখা গিয়েছিল, রক্তাক্ত কুড়াল হাতে, ঠোঁটে মুচকি হাসি এবং চেহারায় রক্তের দাগ নিয়ে হাজির হয়েছেন তিনি। পোস্টারটির সাথে লেখা হয়েছিল, “ইনসাফ শুধু একটি শব্দ নয়, এটি একটি জীবনবোধ!”
এবার ঈদুল আজহায় মোশাররফ করিমকে দর্শকরা যে নতুন রূপে দেখতে চলেছেন, তা নিয়ে উত্তেজনা তুঙ্গে।
রাজু