ঢাকা, বাংলাদেশ   সোমবার ০৫ মে ২০২৫, ২১ বৈশাখ ১৪৩২

কলেজ জীবনে যেমন দেখতে ছিলেন শাহরুখ খান, ছবি হলো ভাইরাল

প্রকাশিত: ২২:৩৯, ৪ মে ২০২৫

কলেজ জীবনে যেমন দেখতে ছিলেন শাহরুখ খান, ছবি হলো ভাইরাল

ছবি: সংগৃহীত।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে বলিউড সুপারস্টার শাহরুখ খানের কিছু সাদা-কালো ছবি। অনেকেই ভেবেছেন, ছবিগুলো কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির তৈরি। তবে ভারতের জনপ্রিয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস নিশ্চিত করেছে, এগুলো শাহরুখের কলেজজীবনের বাস্তব ছবি।

অদেখা ও দুষ্প্রাপ্য ছবিগুলো ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেতা অমর তিওয়ারি, যিনি ২০০১ সালের জনপ্রিয় সিনেমা কাভি খুশি কাভি গম-এ শাহরুখের সহশিল্পী ছিলেন।

অমর তিওয়ারি জানান, ছবিগুলো ১৯৯০ সালের বিভিন্ন সময় তোলা। তখন শাহরুখ বলিউডে পা রাখেননি। তিনি মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন, সেই সময়কার কিছু মুহূর্তই ধরা পড়েছে ছবিগুলোতে।

ছবিগুলোর একটিতে দেখা যাচ্ছে, শাহরুখের সঙ্গে রয়েছেন অমরের ছেলে মনোজ। পোস্টে অমর লিখেছেন, “পুরোনো ছবিগুলো দেখতে দেখতে সেই সময়টা মনে পড়ে গেল। তখন শাহরুখের বলিউডে অভিষেক হয়নি। ও তখন থিয়েটারের মঞ্চে নিজেকে গড়ার চেষ্টা করছে।”

শাহরুখ খান ১৯৯২ সালে দিওয়ানা সিনেমার মাধ্যমে বলিউডে আত্মপ্রকাশ করেন। পরের বছরই বাজিগর ও ডর দিয়ে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে যান। আর ১৯৯৫ সালে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে মুক্তির পর হয়ে ওঠেন বলিউডের ‘বাদশা’।

ভক্তরা নস্টালজিক হয়ে ছবিগুলোর প্রশংসা করছেন। অনেকেই মন্তব্য করছেন, “তারকা হবার আগেও শাহরুখের চোখেমুখে ছিল আত্মবিশ্বাসের ছাপ।”

নুসরাত

×